এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ জুন : করোনা অতিমারীর মধ্যে স্কুলের দুঃস্থ পড়ুয়াদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ভারতীভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা । তাঁরা পড়ুয়াদের কর্মহীন অবিভাবকদের সাহায্যার্থে তহবিল গড়ে তুললেন । তা থেকে খাদ্যসামগ্রী কিনে ওই সমস্ত অসহায় পরিবারগুলির হাতে তুলে দিতে শুরু করলেন । মঙ্গলবার প্রায় ২০০ পরিবারের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়ে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা । কাটোয়ার একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের এই প্রকার মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী ।
জানা গেছে, কাটোয়া ভারতীভবন উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৪০০ জন পড়ুয়া রয়েছে । শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর সংখ্যা ৩৪ জন । অনেক দুঃস্থ পরিবারের পড়ুয়া রয়েছে স্কুলে । ওই সমস্ত পড়ুয়াদের অবিভাবকরা কেউ ভ্যান বা টোটো চালক,কেউ জনমজুরি করেন । এদিকে করোনা পরিস্থিতির কারনে তাঁদের রুজিরুটি বন্ধ হয়ে গেছে । ফলে চরম দূর্দশার মধ্যে কাটাচ্ছে ওই পরিবারগুলি । তাই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা । তাঁরা যে যার মত করে আর্থিক সাহায্য দিয়ে একটি তহবিল গড়ে তুলেছেন । সেই টাকায় চাল,ডাল,তেল,মশলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে ওই সমস্ত পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে অবিভাবকদের হাতে তুলে দিতে শুরু করেছেন ।
ভারতীভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক বলেন, ‘অতিমারী পরিস্থিতির কারনে খুব কষ্টে আছে এরকম প্রায় ৪৫০ টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে ৷ যতটা পারবো তাঁদের সহযোগিতা করবো ।”।