এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুন : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। আজ শনিবার ভোরে মধ্য কলকাতার বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসে ব্যাংকশাল কোর্টের পিছনে একটা বহুতলে আগুন লাগে । জানা গেছে,ভবনটির তিন তলা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়ে বাড়িটির চার তলায় । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পাশাপাশি ভবনের ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৮ টি ইঞ্জিন । কিন্তু দমকল বাহিনী দেরিতে আসে বলে অভিযোগ উঠেছে । ঘণ্টাপাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ।
এদিকে ওই ভবনের পাশেই ছিল একাধিক আইনজীবীর অফিস । আগুন নেভানোর আগে তাদের যাবতীয় মামলার নথিপত্র ভস্মীভূত হয়ে যায় । যেকারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আইনজীবীদের মধ্যে । তারই প্রতিক্রিয়ায় ঘটনাস্থলে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এলে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান আইনজীবীরা । তাদের অভিযোগ,একদিকে বাড়িটিতে রাসায়নিক মজুত করা ছিল,তার উপর যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না,যার জেরে আগুন ভয়াবহ আকার ধারন করে ।
জানা গেছে,ঘিঞ্জি এলাকার মধ্যে ওই বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি । কয়েক ডজন পরিবার বসবাস করত বাড়িটিতে । তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে অগ্নিকাণ্ডের জেরে বাড়িটির দেওয়ালে ফাটলের সৃষ্টি হওয়ায় বিপজ্জনক হয়ে পড়েছে বলে জানা গেছে । দমকল বাহিনীর প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।।