এইদিন ওয়েবডেস্ক,২২ জুন : লোকসভা নির্বাচনের প্রাক্কালে ‘ধর্মীয় জনসংখ্যা’র ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ । প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা ৭.৮ শতাংশ কমেছে ও মুসলিম জনসংখ্যা ৪৩.১ শতাংশ বেড়েছে । এছাড়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশ নিয়েও দীর্ঘ দিন ধরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে । ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা,উত্তরপ্রদেশসহ সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে । কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এনআরসি লাগু করার কথা বললেও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থী দলগুলির বাধার কারনে তা লাগু করা সম্ভব হয়নি । এই পরিস্থিতি থেকে নরেন্দ্র মোদীর সরকার আদপেই দেশকে মুক্ত করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুইডেন প্রবাসী ইরাকি বংশভূত সালওয়ান মোমিকা ৷ তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে ভারতের ইসলামিকরণের প্রচেষ্টা বন্ধ হবে না ।
তিনি আজ টুইট করেছেন,’আপনি কি মনে করেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি ইসলামিক সন্ত্রাস দমনে এবং বারবার মুসলমানদের দ্বারা হিন্দুদের টার্গেট করা, জনসংখ্যার পরিবর্তন এবং কিছু হিন্দু এলাকার ইসলামিকরণ দূর করতে সফল হবেন ? আমার মতে, ভারতকে ইসলামিকরণ করতে ইসলাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে, ঠিক যেমনটি ইউরোপে ঘটছে, এবং গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে তা বন্ধ করা যাবে না।’
প্রসঙ্গত,একটি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেছিলেন যে ২০১৭ সালে আমি সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করেছিলাম । সেই সময় আমি আদালতে জানিয়েছিলাম ইতিমধ্যে ৫ কোটি অনুপ্রবেশকারী এসে গেছে দেশে । যদি জেলা ভিত্তিক দেখেন তাহলে পশ্চিমবঙ্গের ১৪ জেলার জনবিন্যাস পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে । আসামের ৯ জেলা,ঝাড়খন্ডের ৩ জেলা,বিহারের ৬ জেলা এবং উত্তরপ্রদেশের ১৬ জেলার জনবিন্যাস পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে । এছাড়া গুজরাটের কচ্ছ ও ভারুচের জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে । আমাদের চার ধামের মধ্যে অন্যতম সেই দ্বারকাতেও জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে । দেবভূমি উত্তরাখণ্ডের উত্তর কাশির সীমান্তবর্তী অঞ্চলগুলি দখল করে নিয়েছে অনুপ্রবেশকারীরা ।’ ভারতে জনবিন্যাসের পরিবির্তনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে তিনি অভিযোগ করেন ।
জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতের মোট জনসংখ্যা ১,৪৪১,৩৩৯,০৩৫ । মোট ভূমি এলাকা ২,৯৭৩,১৯০ কিমি । ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৭৬ শতাংশ । ভারতে জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে ৪৮১ জন । মোট জনসংখ্যার ৩৬.৩ শতাংশ বসবাস করস শহর এলাকায় ।।