ভেঙেছে লজ্জা খুলেছে দরজা
মেঘ গুড়ু গুড়ু শব্দ,
সূর্যমামা লুকিয়ে আড়ালে
হঠাৎ প্রকৃতি স্তব্ধ।
একটু পরেই ঝড়ো হাওয়া
বৃষ্টি এলো ধেয়ে,
কী আনন্দ বলবো কিভাবে
আকাশ পানে চেয়ে।
আনন্দে আজ গাছেরা সব
নাচ্ছে হেলে দুলে,
ক্লান্ত চাতক তৃষ্ণা মেটাতে
ঠোঁটটা রেখেছে খুলে।
বৃষ্টি ভেজা সকালটা আজ
যেন,রবিবারের ছুটি,
অফিস যাবার জন্য কারো
নেই তো হুটোপুটি।
সবাই যেন শান্তি পেল
দাবদাহ থেকে,
শিশু থেকে বৃদ্ধ সবাই
বৃষ্টিকে এনেছে ডেকে।।