এইদিন স্পোর্টস নিউজ,২২ জুন : সেন্ট লুসিয়ায় শুক্রবার (২১ জুন) সুপার এইটের গ্রুপ ২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে এইডেন মারক্রামের দল। কুইন্টন ডি কক (৬৫) এবং ডেভিড মিলারের (৪৩) দুর্দান্ত ইনিংস এবং পরবর্তী বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েছে । শেষ তিন ওভারে দরকার ছিল ২৫ রান, হাতে ছিল ৬ উইকেট। অথচ সেই ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। দারুণ বোলিংয়ে ইংলিশদের থেকে জয় ছিনিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়ারা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৩৮ বলে ৬৫ আর ডেভিড মিলারের ২৮ বলে ৪৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। ইংল্যান্ডের পক্ষে ৪০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছিলেন জফরা আর্চার। ১৫ রানে দ্বিতীয় ওভারে ফিল সল্টের (১১) রূপে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ১১তম ওভারে স্কোর ৬১ এ পৌঁছানো পর্যন্ত ইংল্যান্ডের আরও তিন ব্যাটসম্যান আউট হন। ক্যাপ্টেন জস বাটলার ১৭, জনি বেয়ারস্টো ১৬ ও মঈন আলী ৯ রান করে আউট হন। এমন সঙ্কটের সময়ে ইংল্যান্ডের ইনিংসের দায়িত্ব নেন হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টন। পঞ্চম উইকেটে দুজন ৭৮ রানের জুটি গড়েন ।
১৮তম ওভারে লিয়াম লিভিংস্টনকে আউট করে এই জুটি ভাঙেন কাগিসো রাবাদা। লিভিংস্টন ১৭ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুক ৩৭ বলে সাতটি চারের সাহায্যে ৫১ রান করেন। ২০তম ওভারের প্রথম বলেই এনরিচ নর্টের বলে আউট হন তিনি। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এতে ইংল্যান্ডের ম্যাচ জেতার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। স্যাম কুরান ১০ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ড ২০ ওভারে ছয় উইকেটে মাত্র ১৫৬ রান করতে সক্ষম হয় এবং ম্যাচটি সাত রানে হেরে যায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। একজন করে ব্যাটসম্যানকে আউট করেন ওটনিল বার্টম্যান ও এনরিক নর্তে। এর আগে কুইন্টন ডি কক (৬৫) ও ডেভিড মিলারের (৪৩) ইনিংসের ভিত্তিতে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৬৪ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে আসা দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয় এবং প্রথম উইকেটে ৮৬ রান যোগ করে। দশম ওভারে মঈন আলী রেজা হেনড্রিকসকে (১৯) আউট করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন।
ইনিংসের ১২ তম ওভারে কুইন্টন ডি কককে আউট করে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ধাক্কা দেন জোফরা আর্চার। ডি কক ৩৮ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬৫ রান করেন। ১৪তম ওভারে হেনরিখ ক্লাসেনকে (৮) রান আউট করেন জস বাটলার। এর পর এক প্রান্ত ধরে রেখেছিলেন ডেভিড মিলার। আউট হন অধিনায়ক এইডেন মার্করাম (১) ও মার্কো জ্যানসন (০)। ২০তম ওভারে জোফরা আর্চার ডেভিড মিলারকে ব্রুকের বলে ক্যাচ আউট করেন। মিলার ২৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলেন। ট্রিস্টান স্টাবস (১২) ও কেশব মহারাজ (৫) রান করার পর অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৩ রান করে। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার তিনটি, মঈন আলী ও আদিল রশিদ একটি করে উইকেট নেন ।
এদিকে সুপার এইটে যুক্তরাষ্ট্রের পর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষ দল তারা। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। এক ম্যাচ খেলে এখনও জয়হীন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র ।।