এইদিন ওয়েবডেস্ক,খড়গপুর,২১ জুন : আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল লিখেছেন,’চুপ স্বৈরাচারীতা চলছে! হীরকরানীর “গণতন্ত্র” নিয়ে প্রতিবাদ করলেই জুটবে পুলিশের অত্যাচার নয়ত লম্বা মিথ্যে কোর্ট কেস । পশ্চিমবঙ্গের গণতন্ত্র অন্যরকম, এখানে মুখ খোলা যাবেনা, প্রতিবাদও করা যাবেনা, তাহলেই আপনি ভিলেন। কি বলেন মুখ্যমন্ত্রী ? ঠিক বললাম তো ?’
আসলে একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ খড়্গপুর মহকুমা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল । আর মামলাটি ছিল। খড়্গপুরের রাবনবাবির আখড়ার উদ্যোগে চলতি বছরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে । খড়্গপুর টাউন থানার পুলিশ শোভাযাত্রার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছিল বলে অভিযোগ । অগ্নিমিত্রা পালের কথায়,’খড়্গপুর টাউন থানার পুলিশ বিশেষ নির্দেশ ছিল যে ৪ টের বেশি গাড়ি করা যাবে না,৯ টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে, গাড়ির বোর্ডে অস্ত্রশস্ত্র প্রদর্শন করা যাবে না প্রভৃতি এরকম প্রচুর আলাদা নিয়ম করেছিল । তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম ।’
জানা গেছে,এই ঘটনার প্রতিবাদে রামনবমীর আগের দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল । সেই সময় কোনো কারনে থানার গেটে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত বিজেপি কর্মীরা । পুলিশ ও বিজেপি নেতারা বাদানুবাদে জড়িয়ে পড়ে৷ তখন পুলিশ আধিকারিকদের দিকেআঙুল উঁচিয়ে কথা বলা এবং দুর্ব্যবহারের অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে । তার বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৫৩, ১৮৬, ৫০৬ এবং ১২০-এর বি ধারায় মামলা দায়ের করে । সেই মামলায় আজ খড়্গপুর মহকুমা আদালতে হাজিরা দিতে যান বিজেপি নেত্রী । বিচারক তার জামিন মঞ্জুর করেন ।।