এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২১ জুন : দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকা হামাস সন্ত্রাসীদের উপর ড্রোনের সাহায্যে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল । ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে,একটি ড্রোন দ্বারা আঘাত করা হয়েছে ওই আশ্রয়কেন্দ্রে ৷ হামলা চালানোর আগে,বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে অনেক প্রচেষ্টা করা হয়েছিল বলে জানানো হয়েছে ।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে,’সন্ত্রাসী সংগঠনগুলি বেসামরিক জনগণের মাঝে অস্ত্র এবং সন্ত্রাসের অবকাঠামো স্থাপন করে চলেছে, তাদের ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে।’ দক্ষিণ গাজার রাফাহ এবং উপত্যকার স্ট্রিপের কেন্দ্রে নেৎজারিম করিডোরে সৈন্যরা অভিযান চালিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে ।।