এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুন : ১২ বছরের এক কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বুড়ো হেমব্রম (২৭) । সে বর্ধমান রেলস্টেশন সংলগ্ন ঝুপড়িতে বসবাস করে । সোমবার সন্ধ্যায় ভাতারের বলগোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় ।পাশাপাশি মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে, বর্ধমান রেলস্টেশনের কাছাকাছি রেলের জায়গার ওপরে ঝুপরি ঘরে বসবাস করে মেয়েটি । তার মা জনমজুরির কাজ করেন । মেয়েটি রাস্তায় রাস্তায় পড়ে থাকা প্লাসটিকের জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করে । পাশাপাশি বসবাস করে বুড়ো হেমব্রম নামে ওই যুবক । সেই সুত্রে মেয়েটির বাড়িতে তার যাতায়ত আছে।
নির্যাতিতা কিশোরী জানিয়েছে, বুড়ো হেমব্রম তাকে বলে ভাতার এলাকার এলে অল্প সময়ে প্রচুর প্লাস্টিকের সামগ্রী সংগ্রহ করা যাবে ৷ তারপর প্লাস্টিক কুড়নোর নাম করে সোমবার দুপুরে বুড়ো তাকে ভাতার থানার বলগোনা বাজারে আনে । বিকেলে ট্রেনে বলগোনায় ফেরার কথা । কিন্তু সন্ধ্যার দিকে তাকে রেলস্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।
স্থানীয় সুত্রে খবর,মেয়েটি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে । তারাই অভিযুক্ত যুবককে আটকে রেখে ভাতার থানায় খবর দেয় । পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে থানায় আনে পুলিশ ।।