এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২০ জুন : সংরক্ষণ ইস্যুতে বিহার সরকারকে বড় ধাক্কা দিল পাটনা হাইকোর্ট, জাতি শুমারির পর বিহার সরকারের সংরক্ষণের সীমা ৬৫ থেকে কমিয়ে করা হল ৫০ শতাংশ । জাতিগণনার পর রাজ্যে সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয় । তার মধ্যে সিডিউল কাস্ট ২০ শতাংশ, সিডিউল ট্রাইব ২ শতাংশ, চুড়ান্ত অনগ্রসর শ্রেণীর ২৫ শতাংশ এবং অনগ্রসর শ্রেণীর ১৮ শতাংশ মিলে ৬৫ শতাংশ করা হয়েছিল । কিন্তু আজ পাটনা হাইকোর্ট নীতিশ কুমার সরকারের দ্বারা জারি করা সংরক্ষণের সীমা ৫০ শতাংশ করে দিয়েছে ।
পাটনা হাইকোর্ট মনে করে যে সংরক্ষণের সীমা যা আগেই ঠিক করা আছে তা বাড়ানো যাবে না। বিষয়টি সাংবিধানিক, তাই এ বিষয়ে আরও শুনানি হবে এবং শুনানির পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হাইকোর্ট বলেছে, সংরক্ষণের সীমা বাড়ানোর প্রয়োজন হলে সাংবিধানিক বেঞ্চই সিদ্ধান্ত নেবে। যা থেকে স্পষ্ট হয়ে গেছে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বেঞ্চে যাবে। যেখানে বেঞ্চ সিদ্ধান্ত নেবে বিহার সরকার সংরক্ষণের সীমা বাড়াতে পারবে কি না। নীতীশ সরকার নির্বাচনের আগেও সংরক্ষণের সীমা বাড়িয়েছিল, তাই অভিযোগ উঠছিল যে তিনি নির্বাচনী সুবিধা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ।।