এইদিন স্পোর্টস নিউজ,২০ জুন : টি-২০ বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বটা স্বাভাবিক ছন্দে এগোয়নি ইংল্যান্ডের। খুব কষ্টে, সমীকরণ মিলিয়ে শেষ মুহূর্তে সুপার এইটের টিকিট কেটেছিল জস বাটলারের দল । যদিও সেরা আটে জয় দিয়ে শুরু করল তারা । সেমিফাইনালে যাওয়ার মিশনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এই জয়ের নায়ক ফিল সল্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড । ৪৭ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সল্ট । সাত চারের পাশাপাশি পাঁচটি ছয় মারেন ব্রিটিশ ওপেনার । দলের জয়ে জনি বেয়ারস্টোর অবদানও কোনো অংশে কম নয়। ২৬ বলে পাঁচ চার এবং দুই ছয়ের সাহায্যে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি । এছাড়া ২২ বলে ২৫ রান করেন বাটলার। ১০ বল খেলা মঈন আলির ব্যাট থেকে আসে ১৩ রান। ইংল্যান্ডের উইকেট দুটি ভাগাভাগি করে নেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ।
এর আগে যৌথ প্রচেষ্টায় রান পাহাড়ে চড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন জনসন চার্লস। সমান ৩৬ রান আসে নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। রানের থেকে চার বল কম খেলেন পুরান। অন্যদিকে ১৭ বল মোকাবেলা করেছেন অধিনায়ক। ১৫ বলে ২৮ রান করেন শেরফানে রাদারফোর্ড। এছাড়া ১৩ বলে ২৩ রান করেন ব্র্যান্ডন কিং। জোফরা আর্চার, আদিল রশিদ, মঈন ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন।।