এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২২ জুন : সন্ধ্যার মুখে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে ক্ষীন আওয়াজ ভেসে আসে । করুন ওই আওয়াজের উৎসের দিকে কিছুটা এগিয়ে যেতেই নজরে পড়ে ছোট্ট একটি বুলবুলি শাবক । ভাঙা বাসার মধ্য থেকে তার করুণ আর্তনাদে চোখে প্রায় জল এসে যায় কলেজ ছাত্রী এষা দত্তর । এরপর কালবিলম্ব না করে তিনি পাখির বাচ্চাটিকে তুলে বাড়িতে নিয়ে আসেন । শুরু হয় পরিচর্যা । বর্তমানে ওই ছাত্রীর যত্নআত্তিতে দিব্যি রয়েছে পাখির ছানাটি । পশুপাখী প্রেমী ওই কলেজ ছাত্রীর এই প্রকার মানবিকতার প্রশংসা করেছে এলাকাবাসী ।
কাটোয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের ঘোষহাটে বাড়ি এষা দত্তর । তিনি কাটোয়া কলেজের বিএসসি প্রথমবর্ষের ছাত্রী । এষার বাবা অসিতবরণ দত্ত গৃহশিক্ষকতা করেন । এষা জানান,দিন চারেক আগে তিনি তার বাবার সঙ্গে সন্ধ্যার দিকে বাজার থেকে ফিরছিলেন । তার কিছুক্ষন আগেই ঝড়জল হয়ে যায় । তাঁরা যখন হেঁটে আসছিলেন তখন রাস্তার ওপর পাখির ছানাটিকে বাঁসার একাংশ সহ খড়কুটোর মধ্যে পড়ে থাকতে দেখা যায় । সঙ্গে সঙ্গে তিনি পাখির ছানাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন । এষা জানান, নরম খাবার খাওয়ানো হচ্ছে পাখিটিকে। ওড়ার সামর্থ্য হলেই পাখিটি ছেড়ে দেওয়া হবে ।।