এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,২০ জুন : সৌদি আরবের মক্কায় হজ চলাকালীন তীব্র গরমে অন্তত ৫৫০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে । দুই আরব কূটনীতিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে,মক্কার অন্যতম বৃহত্তম মক্কার আল-মুয়েইজেম এলাকার হাসপাতালের মর্গে এই ৫৫০টি মৃতদেহ পাওয়া গেছে । মৃতদের মধ্যে অন্তত ৬০ জন জর্ডানি হজযাত্রী। এর আগে জর্ডান তাদের ৪১ জন হজ যাত্রী মারা গেছেন বলে জানিয়েছিল।
ফরাসি বার্তা সংস্থাটি এএফপির হিসাব অনুযায়ী, এযাবৎ মৃতের সংখ্যা ৫৭৭ জনে দাঁড়িয়েছে এবং এরা বিভিন্ন দেশের নাগরিক। তিউনিসিয়ার বার্তা সংস্থা তুনিস আফ্রিক প্রেস মঙ্গলবার জানিয়েছে, হজ চলার সময় ৩৫ জন তিউনিসীয় নাগরিকের মৃত্যু হয়েছে।ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, হজের সময় দেশটির ১৪৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে । আইআরআইএনএন জানিয়েছে, হজের সময় ১১ জন ইরানির মৃত্যু হয়েছে এবং ২৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেনেগালের একটি বার্তা সংস্থা জানিয়েছে, হজ চলাকালে তাদের দেশের তিন নাগরিকের মৃত্যু হয়েছে।হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন অনুযায়ী, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি মারা গেছে। তার মধ্যে পুরুষ ১৮ এবং মহিলা ৩ জন ।
হজের সময় বিভিন্ন ঘটনায় বহু মানুষ মারা যাওয়ার অতীত ইতিহাস আছে। ভিড়ের চাপে পিষ্ট হয়ে ও তাঁবুতে আগুন লাগার মতো ঘটনাতে বহু হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে । তবে তীব্র তাপমাত্রার কারনে মৃত্যুর সংখ্যা বেশি । এবারের হজ শুরু হয়েছিল ১৪ জুন, শুক্রবার। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, সোমবার মক্কার বড় মসজিদে ছায়ার মধ্যে তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।২০১৯ সালে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সের এক গবেষণা ফলাফলে বলা হয়েছিল, জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমি অধ্যুষিত সৌদি আরবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ।।