শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৯ জুন : নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটা টোটোয়,এরপর একটি মন্দিরে এবং শেষে একটি গাছে ধাক্কা দিল একটি যাত্রীবাহী বাস । এই দুর্ঘটনায় আহত হয়েছে দুই ডজনের অধিক মানুষ । আজ বুধবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গা-মেমারি রোডে মেমারি-২ ব্লকে অন্তর্গত ঝিকরা ও সাতগেছিয়ার মাঝে সাতগেছিয়া ক্যানেলপুলের কাছে । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে প্রায় ২৫ জন যাত্রীকে পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য আনে । আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকালের দিকে মালডাঙ্গা থেকে মেমারির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি । বাসটি ভিড়ে ঠাসা ছিল । সাতগেছিয়া ক্যানেলপুলের কাছে বাসটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা দাঁড়িয়ে থাকা টোটোয় প্রথমে ধাক্কা দেয় । এরপর রাস্তার কিছুটা পাশে এক একটি মন্দিরে ধাক্কা দেয় বাসটি । শেষে মন্দিরের পাশে একটা গাছে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায় । বাসটি গাছটিকে এতটা জোরে ধাক্কা দেয় যে গাছটি শিকড় সমেত উপড়ে পড়ে । দুর্ঘটনায় টোটোর চালক মন্তেশ্বর থানার ঝিকরার বাসিন্দা সঞ্জীব মুর্মু (২৭) এবং বাস চালক ভাতার থানার নাসিগ্রামের বাসিন্দা ধীরু সিট(৫৫)সহ অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছে । আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।।