এইদিন ওয়েবডেস্ক,ফ্রান্স,১৯ জুন : আফগান মুসলিম অভিবাসীদের মধ্যে বিবাদের জেরে ফরাসি শহর মেটজে একটি গণ ছুরিকাঘাতের পরে পাঁচজন আহত হয়েছে – দুজনের অবস্থা গুরুতর । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল প্রায় ১০.১৫ নাগাদ ফ্রান্সের উত্তর-পূর্বে শহরের বোর্নি জেলার মেটজ শহরের বোর্নি সোক মুদি দোকানের বাইরে । আহতরা সবাই যুবক বলে জানা গেছে। অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে । পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে এই ঘটনায় জড়িত আফগান অভিবাসীদের মধ্যে কোনো কারনে ঝামেলা বাধে । আর ঝামেলার মাঝে একে অপরের উপর ছুরি দিয়ে হামলা চালালে ৫ জন আহত হয় । ঘটনার সাথে যুক্ত একটি গাড়ি মেটজের রুয়ে দেস ফিভরেসের তদন্তকারীরা খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে থাকা পুলিশ আহতদের একজনকে সাহায্য করে, যার গুরুতর ক্ষত ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দেয় । সাহায্যের জন্য চারটি অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের প্রায় পনের জন লোকও পাঠানো হয়েছিল ঘটনাস্থলে । প্রসঙ্গত,উদার অভিবাসন নীতির কারনে ইউরোপের দেশগুলিতে মধ্যপ্রাচ্য,আফ্রিকা ও এশিয়ার ইসলামি দেশগুলি থেকে প্রচুর আশ্রয়প্রার্থী সেখানে ভিড় জমাচ্ছে । ফলে ওইসমস্ত দেশগুলির আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে । ফ্রান্সের মেটজে গণ ছুরিকা ঘাতের আগে জার্মানিতে আফগান অভিবাসীদের দ্বারা বেশ কয়েকটি হাই-প্রোফাইল গণ ছুরিকাঘাতের ঘটনা ঘটে । যার মধ্যে জার্মানির ম্যানহেইমে ডানপন্থী ইসলামবিরোধী কর্মীদের একটি বিক্ষোভ সমাবেশে একজন ব্যর্থ আশ্রয়প্রার্থী একজন পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে । গত এপ্রিলে ফ্রান্সে একজন আফগান হামলাকারী অন্য একজন আফগান অভিবাসীকে ধর্মীয় অনুষ্ঠানের সময় মদ পান করতে দেখে রেগে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। পুলিশকে ছুরি দিয়ে হুমকি দেওয়ার আগে সে আরও একজনকে আহত করে । ইউরোপীয় দেশগুলিতে মুসলিম-অন-মুসলিম সহিংসতার প্রচুর ঐতিহাসিক নজির রয়েছে । সাধারণত ইসলামের একটি সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের সাথে মতবিরোধের জেরে ওই সমস্ত ঘটনা ঘটে থাকে ।।