এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৯ জুন : ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান । এজন্য পাকিস্তানি ক্রিকেটার ও ভক্তরা চরম হতাশ । আর এই হতাশা থেকে নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেললেন পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ (Haris Rauf)। একজন পাকিস্তানি ভক্ত সেলফি তোলার অনুরোধ করলে হারিস রউফ তার দিকে তেড়ে গিয়ে মারতে উদ্যত হন । ওই ভক্তের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা তোদের ভারত নয় ।’ উত্তরে ভক্ত তাকে বলেন, ‘না,আমি পাকিস্থানি ।’ আমেরিকার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাকিস্তানের বিদায়ের পর হারিস রউফ তার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। স্ত্রীর সাথে পার্কে হাঁটার সময় সেলফি নিয়ে ভক্ত ও হারিস রউফের মধ্যে কথা কাটাকাটি হয়। ক্ষুব্ধ হ্যারিস দৌড়ে ফ্যানকে আক্রমণ করে। ভাইরাল ভিডিওতে হারিস রউফের স্ত্রীকে তার সাথে দেখা গেছে । স্ত্রী তাকে আটকানোর চেষ্টাও করেন । আশপাশের কয়েকজনের সেখানে ছুটে আসে । এ সময় রউফের সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। কথোপকথনের সময়, হ্যারিস রউফ ভক্তকে চিৎকার করে বলেন,’তেরা ইন্ডিয়া নাহি হ্যায় ইয়ে’ (এটি আপনার ভারত নয়)। যার অনুরাগী উত্তর দেয় “পাকিস্তান সে হুন” (আমি পাকিস্তান থেকে এসেছি)
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন হারিস রউফ। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টে শুধু দুর্বল কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় তারা।।