এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুন : পুলিশ হেফাজতে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার ৯.৪০ নাগাদ টুইট করে এই খবর জানিয়েছেন তিনি । শুভেন্দু অধিকারী জানিয়েছে, নিহতের নাম সঞ্জয় বেরা(৪২) । পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার পুরুষোত্তম নগরের বাসিন্দা তিনি । তিনি লিখেছেন,মমতার পুলিশি নৃসংসতার কারণে বাংলার বিজেপির কার্যকর্তার হেফাজতে মৃত্যু। এনিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার বিবরণে শুভেন্দু অধিকারী জানান,’তৃণমূল- বিজেপি সংঘর্ষের পর ৪ঠা জুন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় । পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । ১১ তারিখে প্রেসিডেন্সি জেলে (মেদিনীপুর) ফিরিয়ে আনা হয় তাকে । আবার পাঠানো হয় পিজি হাসপাতালে।তিনি আজ মারা গেছেন।’
তাঁর অভিযোগ,পুলিশ ভিত্তিহীনঅজুহাত দিচ্ছে যে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। আমি এই বিষয়ে সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। রাজ্য যদি বিরোধীদের নীরব করার জন্য বিচারবহির্ভূত উপায় বেছে নেয়, তবে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব তৈরি করবে, কারণ সাধারণভাবে জনসাধারণ আইন রক্ষাকারীদের উপর আস্থা ও বিশ্বাস হারাবে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি নৈরাজ্যের দিকে যাবে ।’।