এইদিন স্পোর্টস নিউজ,১৮ জুন : চলতি আইসিসি টি-২০ বিশ্বকাপ লো স্কোরিং ও অসম লড়াইয়ের ম্যাচে কার্যত রেকর্ড করছে । সোমবার রাতে নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউগিনিকে শোচনীয়ভাবে পরাজিত করল নিউজিল্যান্ড । ত্রিনিদাদ ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে ৭৮ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি। জবাবি ব্যাটিংয়ে সাত উইকেট ও ৪৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড । ম্যাচের সেরা হয়েছেন লোকি ফার্গুসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা পাপুয়া নিউগিনির টানা সপ্তম হার। সর্বোচ্চ টানা ১০ ম্যাচ হারের রেকর্ড আছে বাংলাদেশের। তবে পাপুয়া নিউগিনির পরাজয়কে ছাপিয়ে গেছে ফার্গুসনের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে। চার ওভার বোলিং করে কোনো রানই দেনননি তিনি। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি তিন উইকেটও নিয়েছেন । বিশ্বকাপ তো বটেই এই সংস্করণে এবারই প্রথম চারটি মেডেন নিলেন কোনো বোলার। দারুণ বোলিং করেছেন বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামা ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। দুজনই দুটি করে উইকেট নেন। বোল্ট ১৪ ও সাউদি ১১ রান খরচ করেন। ২৯ রানে দুই উইকেট নিয়েছেন ইশ সোধির।
নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পাপুয়া নিউগিনির আট ব্যাটসম্যান পৌঁছতে পারেননি দুই অংকে। চার্লেস আমিনি দলীয় সর্বোচ্চ ১৭ রান করেন। এ ছাড়া সিসি বাউ ১২ ও নরমান ভানুয়া ১৪ রানে আউট হন। পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরা প্রত্যাশিত সংগ্রহ এনে দিতে পারেননি। বোলাররাও ম্যাচ বাঁচাতে পারেননি। রান তাড়ায় শুরুতেই জোড়া ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে ২০ রানে দুই উইকেট হারায় তারা। পরে ডেভন কনওয়ের দৃঢ়তায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন কনওয়ে। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৮ ও ডারিল মিচেল ১৯ রানে অপরাজিত থাকেন। পাপুয়া নিউগিনির পক্ষে চার রানে দুই উইকেট নেন কাবুয়া মোরিয়া।।