এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৭ জুন : আজ সোমবার সকাল ৮.৫৫ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ১০ কিমি দূরে রাঙাপানি ও ছাতেরহাটের মধ্যবর্তী জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে ১৩১৭৪ ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । রেলদপ্তরের বিবৃতি অনুযায়ী, পিছন থেকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের চারটি কামরা এবং মালবাহী ট্রেনের ৫ টি কনটেনার লাইনচ্যুত হয়ে যায় । এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের এবং আহত আরও অন্তত ২৫ জন বলে জানিয়েছে রেল দপ্তর । ওই ট্রেনেই ছিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ (৪৩) নামে এক গৃহবধূ । দূর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন ।
জানা গেছে,শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বিউটি বেগম শেখের স্বামী হাসমত শেখ । একমাস সেখানে থাকার পর আজ তিনি গুসকরায় বাড়ি ফিরছিলেন । সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন তিনি । কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় তাকেও প্রাণ হারাতে হয়েছে । জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃতদেহ সনাক্ত করেছেন মৃতার স্বামী ।ময়নাতদন্তের পর দেহটি গুসকরায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে । বিউটি বেগম শেখের এক ছেলে ও এক মেয়ে। ছেলে বিশাল শেখ কেরলে কাজ করেন । মেয়ে সুইটি খাতুনের একমাস আগে বিয়ে হয়ে গিয়েছে ।
এদিকে রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের জন্য ১০ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে । পাশাপাশি গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং অল্প আহতদের জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।।