এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ জুন : রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, মানিকতলা, রানাঘাটে দক্ষিণ ও বাগদার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি । পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিধানসভা তারকা প্রচারকের তালিকাও । রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি । মানিকতলায় প্রার্থী হচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে । বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে । রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস। তারকা প্রচারকের তালিকায় রয়েছে সভাপতি সুকান্ত মজুমদার,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,দিলীপ ঘোষ,রাজু বিস্ত, শমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুরসহ ৪০ জনের নাম ।
বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ২০২১ সালে জিতেছিল বিজেপি । মানিকতলা ছিল তৃণমূলের দখলে । ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে মানিকতলা ছাড়া রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে বিজেপি । এখন দেখার তিন আসন বিজেপি ধরে রাখতে পারে কিনা । মানিকতলার ফলাফল কার পক্ষে যায় সেটাও লক্ষ্যনীয় বিষয় । আগামী ১০ জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন হবে । প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন । ভোটগণনা হবে ১৩ জুলাই । আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেন, চারটি আসনেই বিজেপি জিতবে ।।