এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৭ জুন : আজ সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে ৫ জন নিহত এবং ২৫ জন যাত্রী আহত হয়েছে । ঘটনায় শোক প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করেছেন,’এনএফআর জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। যুদ্ধ পর্যায়ে উদ্ধার তৎপরতা চলছে । রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ নিবিড় সমন্বয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ।’
জানা যায়, আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ির রংপানি স্টেশনের কাছে একটি মালগাড়ি ট্রেন পেছন থেকে ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে । সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘার তিনটি কামরা। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়। আর একটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে । দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী রেল পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা ।।