প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ জুন : পুলিশের সহযোগীতার ঘরে ফেরার পর ফের আক্রান্ত হয়ে ঘরছাড়া হলেন এক মহিলা বিজেপি কর্মী ও তাঁর পরিবার । ঘটনাটি ঘটেছে বর্ধমানের সদরঘাট এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মী রীনা যাদব দুই সন্তান ও স্বামীকে নিয়ে সোমবার ঘটনা সবিস্তার জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে । যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ,এমন সব ঘটনা যারা ঘটাবে তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে ।
বিজেপি কর্মী রীনা যাদব এদিন বলেন , ‘বর্ধমানের সদরঘাট এলাকাতেই তাঁর বাড়ি । ভোটের সময়ে তিনি বিজেপি পার্টির হয়ে কাজ করেছিলেন ।সেই কারণে ভোটের ফল প্রকাশের পর সপরিবার তাকে ঘর ছাড়া হতে হয় । দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন । সপ্তাহ খানেক আগে বর্ধমান থানার পুলিশ উদ্যোগ নিয়ে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে।রবিবার ফের এলাকার তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা তার বাড়িতে হামলা ভাঙচুর চালায় । তাঁকে সহ তাঁর স্বামী ও সন্তানকেও মারধোর করা হয়। বিজেপি করার জন্যে সদরঘাটের বাড়াতে তাঁদের থাকা যাবে না জানিয়ে ওই তৃণমূলের ওই দুস্কৃতিরা তাঁদের ফের ঘরছাড়া হতে বাধ্য করে । ঘটনা সবিস্তার লিখিত ভাবে পুলিশ কে জানিয়েছেন রীনা যাদব জানিয়েছেন ।
এই বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি প্রবাল রায় বলেন , ’রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু নেই ।পরিকল্পনা মাফিক পুলিশকে দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে বিজেপি কর্মীদের উপরে সন্ত্রাস চালানো হচ্ছে। এই ভাবে বেশীদিন চলতে পারে না । এই অত্যাচার নিয়ে বিজেপি আন্দোলনে নামবে’ । তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র তথা পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহকারী সভাধীপতি দেবু টুডু বলেন,গণতন্ত্র গুজরাট , উত্রপ্রদেশে নেই । বাংলায় গণতন্ত্র আছে বলেই তাঁদের দলের নির্দেশে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে । কোথায় যদি এমন কোন বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ প্রশাসনও বিষয়টি দেখছে ।’।