এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ জুন : সরকারি আবাস যোজনার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সোমবার বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া জেলার সারেঙ্গা অঞ্চলের সোনারডাঙ্গা গ্রামের মহিলারা । তাঁদের অভিযোগ, অনান্য সংসদ এলাকার অনেক অযোগ্য ব্যক্তির নাম আবাস যোজনার তালিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছে । অথচ সোনারডাঙ্গা সংসদ এলাকার একজন ব্যক্তিরও ওই তালিকায় ঠাঁই হয়নি । এই ঘটনাকে অনৈতিক ও উদ্দ্যেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে স্বচ্ছ তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা । অন্যথায় তাঁরা বিডিও অফিসের সামনে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে সরকারি আবাস যোজনার জন্য সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে এলাকার সার্ভে করেছিল এলাকার গ্রাম সম্পদ কর্মীরা( ভিআরএস) । সম্প্রতি আবাস যোজনার জন্য নির্বাচিত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশিত হয় । কিন্তু দেখা যায় সারেঙ্গা অঞ্চলের অন্তর্গত সোনারডাঙ্গা সংসদ এলাকার কোনও ব্যক্তির নাম নেই ওই তালিকায় । তারই প্রতিবাদে এদিন বিডিও অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান সোনারডাঙ্গা সংসদের শতাধিক মহিলা । বেশ কিছু পুরুষকেও তাতে সামিল হতে দেখা যায় । বিক্ষোভ শেষে তাঁরা বিডিওর হাতে একটি স্মারকলিপি তুলে দেন ।
বিক্ষোভকারী উমা সেন, রমা কুন্ডুদের অভিযোগ, ‘গ্রাম সম্পদ কর্মীরা যে সার্ভে করেছে তা সম্পূর্ণ পক্ষপাতমূলক । যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা গেছে একটা বাড়ির ২-৩ জনের নাম রয়েছে । অনেক অযোগ্য ব্যক্তিকে তালিকায় রাখা হয়েছে ৷ অথচ আমরা যোগ্য হলেও আমাদের কারোর নাম নেই । সোনারডাঙ্গা সংসদ এলাকার বাসিন্দাদের তালিকার বাইরে রাখার জন্য গ্রাম সম্পদ কর্মীরা ইচ্ছা করে ত্রুটিপূর্ণ সার্ভে করেছে ।’
অপর বিক্ষোভকারী দেবমাল্য ঠাকুর বলেন, ‘আজ আমরা বিডিওর কাছে জানতে চেয়েছিলাম সোনারডাঙ্গা সংসদের গরীব মানুষদের তালিকার বাইরে কেন রাখা হল । এর প্রতিকার কি ? কিন্তু বিডিও আমাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি । আমরা কয়েকদিন অপেক্ষা করব । তার পরেও যদি এর বিহিত না হয় তাহলে আমরা বিডিও অফিসের সামনে অনশনে বসতে বাধ্য হব ।’
এদিকে সোনারডাঙ্গা সংসদের বাসিন্দাদের আন্দোলনকে সমর্থন করেছেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য শান্তি সরেন ও সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখর রাউত । তাঁরা উভয়েই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । তবে বিডিওর তরফ থেকে কোনও আশ্বাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা