এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জুন : টোটোয় চড়ে ইদের বাজার করে বাড়ি ফেরার পথে ছোটহাতি গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বৃদ্ধার । গুরুতর আহত হয়েছে টোটো চালক । আজ শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের বালসিডাঙ্গা গ্রামের কাছে সামন্তি রোডে । মৃতা বৃদ্ধাকে ভাতার থানার রাধানগর গ্রামের গ্রামের বাসিন্দা তাজকিরা শেখ (৬৫) বলে চিহ্নিত করেছে পুলিশ । দুর্ঘটনায় আহত হয়েছে টোটোচালক মুজিবুর রহমান ছাড়াও রাধানগর গ্রামের মরিয়ম বিবি ও বেলডাঙ্গা গ্রামের চয়ন ঘোষ নামে আরও দুই যাত্রী।
জানা গেছে,এদিন দুপুর নাগাদ ভাতার বাজারে ইদের বাজার সেরে মুজিবুর রহমানের টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন তাজকিরা বিবি ও মরিয়ম বিবি । চয়ন ঘোষ ওই টোটোয় ওঠেন । বালসিডাঙ্গা গ্রামের কাছে এলে একটি সাইকেলকে ওভারটেক করতে যায় টোটোটি । সেই সময় বিপরীত দিক থেকে আসা একটা ছোট হাতি গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। টোটোর চালকসহ বাকির রাস্তায় ছিটকে পড়লেও টোটোর কাঠামোর ধাতব পাইপের ফাঁকে তাজকিরা বিবির শরীরের একাংশ আটকে যায় । তাকে নিয়েই টোটো উলটে পড়ে৷ ওই বৃদ্ধার মাথা কার্যত থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় । আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । সেখান থেকে মুজিবর রহমান ও মরিয়ম বিবিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।।