আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২১ জুন : করোনা আবহের কারনে বিজয় উৎসবের নামে কোনও মিছিল বা জমায়েত করা চলবে না বলে নির্দেশ দিয়েছেন দলনেত্রী । তাই রক্তদান শিবিরের মাধ্যমে বিজয় উৎসব উদযাপন করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সোমবার মঙ্গলকোট ব্লকের ভাল্যগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । দিনভর চলে এই শিবির । প্রায় ১০০ জন দলীয় কর্মী এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে । বিকেল নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করে নিয়ে যান ।
মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে করোনার সংক্রমন যাতে না ছড়ায় তার জন্য বিজয় উৎসবের নামে কোনও জমায়েত করা চলবে না । তাই ভোটের ফল ঘোষণার পরে কোনও বিজয় উৎসবের আয়োজন করা হয়নি । তার পরিবর্তে দলীয় কর্মীরা চাইছিলেন রক্তদানের মাধ্যমে বিজয় উৎসব পালন করতে । তাই এদিন ভাল্যগ্রাম অঞ্চলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘শুনলাম ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলকোট বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হবে ।’।