এইদিন ওয়েবডেস্ক,কুয়েত,১৩ জুন : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বিদেশী শ্রমিকরা যে ভবনে অবস্থান করছিল সেখানে আগুনে নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছেছে। কুয়েতের দক্ষিণে অবস্থিত মাঙ্গাফ শহরে ১২ জুন বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের নাগরিকত্ব সম্পর্কে কুয়েত কর্তৃপক্ষ কিছু জানায়নি। এর আগে, এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৩৫ ঘোষণা করা হয়েছিল। তবে কেরালার একটি সরকারী সংস্থা বলেছে যে আগুনে ৪১ জন ভারতীয় শ্রমিক মারা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ভারতীয় দূতাবাসও নিশ্চিত করেছে যে এই ঘটনায় ৩০ ভারতীয় শ্রমিক আহত হয়েছে। ফিলিপাইনের অভিবাসী শ্রমিকদের মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে আগুনে ১১ জন ফিলিপিনো শ্রমিক আহত হয়েছে। এ ছাড়া এই অগ্নিকাণ্ডে আরও ছয়জন আহত হয়েছেন, যাদের জাতীয়তা এখনো নির্ধারণ করা হয়নি।এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের তথ্যের ভিত্তিতে আরও কয়েক ডজন শ্রমিক এই আগুন থেকে রক্ষা পান। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল-সাবাহ যে ভবনে আগুন লেগেছে তার মালিকদের অভিযুক্ত করেছেন।কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।।