এইদিন স্পোর্টস নিউজ,১২ জুন : ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের সঙ্গে রীতিমতো প্রতারণা করে ম্যাচ জিতেছে কাতার । প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল । খেলার ৭৫ মিনিটে ভারতের গোল পোস্টের পাশ দিয়ে বল সীমানার বাইরে চলে যায় । রেফারি বাঁশি না বাজানোর সূযোগ নিয়ে কাতারের ইউসেফ আয়মেন বলটি গোলরক্ষক গুরপ্রীতের পিছনে সীমানার বাইরে থেকে টেনে এনে ভারতের গোলে জড়িয়ে দেয় । ভারত প্রতিবাদ করলেও কাজ হয়নি । প্রতিবাদে খেলা বন্ধ করে দেয় টিম ইন্ডিয়া । এরপর রেফারি বাকি দুই সহকারীর সঙ্গে পরামর্শ করে গোল দিয়ে দেন ।
রেফারিদের নিরপেক্ষতার অভাব এবং কাতারের প্রতারণার শিকার হয়ে ভারতের টিম স্পিরিটে প্রচন্ড ধাক্কা খায় । তার জেরে ৮৫ মিনিট আরও একটা গোল হজম করতে হয় ভারতকে । অবশেষে কাতারের বিরুদ্ধে ভারতকে ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় । কাতারের সেই বিতর্কিত গোলের ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । এই বিতর্কিত গোলের জেরেই ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল । ভারতকে পরের রাউন্ডে যেতে হলে অন্তত দু’গোল করতেই হবে । সেটা আদপেই সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে ।
কাতারের বিরুদ্ধে ম্যাচে দলে জোড়া পরিবর্তন করেন কোচ ইগর স্টিম্যাচ । ব্রেন্ডন এবং রহিম আলির পরিবর্তে মাঠে নামান সাহাল এবং লিস্টন কোলাসোকে।।