এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২০ জুন : সাতসকালে আড়াই লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা ও ইসিএলের কাজোরা এরিয়ার অন্তর্গত পড়াস্কোল এলাকায় । হতাহতের কোনও ঘটনা না ঘটলেও বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় ইসিএল কর্তৃপক্ষ ও অন্ডাল থানার পুলিশ ।
পড়াস্কোল এলাকার দুটি ট্যাঙ্ক থেকে এলাকায় পানীয় জল সরবরাহ হত । দুটি ট্যাঙ্কের মধ্যে একটি কংক্রীটের, অপরটি ধাতব । তার মধ্যে কংক্রীটের ট্যাঙ্কটির জলধারন ক্ষমতা আড়াই লক্ষ লিটার ।এদিন সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ কংক্রীটের ট্যাংকটি আচমকা ধসে পড়ে । তবে সেই সময় বৃষ্টিপাত চলায় ট্যাঙ্কের আশেপাশে কোনও লোকজন ছিল না । তার ফলে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ।
স্থানীয় বাসিন্দা কানাইহা চৌহান বলেন, ‘ট্যাঙ্কটি প্রায় ৪৫ বছরের পুরনো । জরাজীর্ন অবস্থায় ছিল । এদিন সকালে বৃষ্টিপাতের সময় ট্যাঙ্কটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । তখন আশেপাশে লোকজন না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি । এরপর আমরা খবর দিলে তদন্তে আসে ইসিএল কর্তৃপক্ষ ও পুলিশ । ট্যাঙ্কটা ভেঙে পড়ায় আমাদের এলাকায় এখন পানীয় জলের চরম সঙ্কট চলছে ।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ট্যাঙ্কটি মেরামতির জন্য ইসিএল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।।