এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ জুন : নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী দেখার পরেই চুল-দাড়ি কাটার প্রতিজ্ঞা করেছিলেন কাটোয়ার পানুহাট এলাকার বাসিন্দা বিজেপি কর্মী শ্যামল দেবনাথ । সেই মত দীর্ঘ এক বছর তিন মাসের অধিক সময় তিনি সেলুন মুখো হননি । রবিবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলে তার সেই প্রতিজ্ঞা পূরণ হয় । অবশেষে আজ সোমবার মাথা নেড়া করে গঙ্গায় ১০৮ ডুব দিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রতিজ্ঞা পূরণ করলেন শ্যামলবাবু ।
কাটোয়ার পানুহাট ইদারাপাড়ের গৌয়ালিয়াপাড়ায় বাড়ি ৪৭ বছর বয়স্ক শ্যামল দেবনাথের । বাড়িতে রয়েছেন স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে। ফুচকা, ঝালমুড়ি প্রভৃতি বিক্রি করে খুব কষ্টে সংসার চালান । এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত শ্যামলবাবু । খাজুরডিহি পঞ্চায়েতের ১৫ নম্বর বুথের বিজেপির সভাপতির পদে রয়েছেন তিনি । নরেন্দ্র মোদীর একনিষ্ঠ ভক্ত । পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগে তিনি প্রতিজ্ঞা করেন যে নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে না দেখা পর্যন্ত তিনি চুল-দাড়ি কাটবেন না । রবিবার নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্টান দেখার জন্য বিকেল থেকেই টিভি সামনে বসে পড়েন শ্যামলবাবু । প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর মন্ত্রী পরিষদের সকল সদস্যের শপথগ্রহণ অনুষ্টান খুঁটিয়ে দেখেন । এরপর আজ সোমবার সকালে নাপিত ডেকে নিজের পাড়ার একটি গাছতলায় বসে চুল,দাঁড়ি কামান । পাশে রাখেন প্রধান নরেন্দ্র মোদীর একটা ছবি। সেখান থেকে চলে যান সোজা কাটোয়ার মরিঘাটে । গঙ্গাস্নান করে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ূ ও এনডিএ সরকারের স্থায়িত্ব কামনা করে প্রতিজ্ঞাপূরণ করেন । এমনকি সারাদিন অন্ন স্পর্শ করেননি তিনি । ফলাহার করে কাটিয়ে দেন সারা দিন ।
শ্যামল দেবনাথ বলেন,’নরেন্দ্র মোদী দেশের দায়িত্ব নেওয়ার পর প্রভুত উন্নতি হয়েছে । বিদেশে ভারতের নাম উজ্জ্বল করেছেন । দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম দেশপ্রেমী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি । নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন রাষ্ট্র সুরক্ষিত থাকবে । মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে । আমি চেয়েছিলাম যে রাষ্ট্রের কল্যানের জন্য তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হোন নরেন্দ্র মোদী । তাই আমি চুল-দাড়ি না কাটার প্রতিজ্ঞা করেছিলাম । আজ সেই প্রতিজ্ঞাপূরণ হল ।’ উল্লেখ্য,একবছর তিন মাস ১০ দিনের মাথায় শ্যামলবাবু তার প্রতিজ্ঞা পূর্ণ করেন।।