এইদিন ওয়েবডেস্ক,কানাডা,১০ জুন : ফের টার্গেট কিলিং-এর ঘটনা ঘটেছে কানাডায় । এবারে কানাডার সারেতে ভারতীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী এক যুবককে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা । গত ৭ জুন সকালে পুলিশ খবর পায় যে সারের একটি বাড়িতে গুলি চালানো হয়েছে। পুলিশ পৌঁছলে বাড়ির বাইরে যুবরাজ গোয়াল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাকে শুভরাত্রি বলেন সেই সময় তাকে গুলি করা হয় । সারে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এ(আরসিএমপি) এক বিবৃতিতে বলেছে,ধৃতরা হল মানভীর বাসরাম (২৩), সাহেব বসরা (২০), সারির হারকিরাত ঘুট্টি (২৩) এবং অন্টারিওর কেলন ফ্রাঙ্কোইস (২০) ৷ ধৃতরা খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,যুবরাজ গোয়েল ২০১৯ সালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিলেন। তিনি ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গাড়ির ডিলারশিপে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তিনি কানাডার স্থায়ী বাসিন্দার মর্যাদা পেয়েছেন। তার মৃতের শ্যালক বাবনদীপ স্থানীয় সংবাদকে জানিয়েছেন,গুলি চালানোর কিছুক্ষণ আগে ভারতে মায়ের সঙ্গে কথা বলছিলেন যুবরাজ। যুবরাজ গাড়ি থেকে নেমে মা’কে “শুভরাত্রি” বলতেই তার উপর এলোপাথাড়ি গুলি চালানো হয় । প্রাথমিক সাক্ষ্য- প্রমাণের ভিত্তিতে ঘটনাটি ‘টার্গেটেড কিলিং’ হিসেবে দেখছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃত যুবরাজ গয়ালের কোনও অপরাধমূলক রেকর্ড নেই। হত্যার কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।