এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১০ জুন : শুটআউটের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকায় । রাস্তার মাঝে আটকে সনাতন ঘোষ নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝড়া করে দিয়ে পালালো দুষ্কৃতীদের একটা দল । স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় । প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে বিষয় সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই ব্যক্তিকে খুন করানো হয়েছে ।
জানা গেছে,নিহত সনাতন ঘোষের বাড়ি হরিহরপাড়া থানা এলাকার পাড়া গ্রামে । রবিবার রাতে আরও দুই দুগ্ধ ব্যবসায়ীর সঙ্গে গজনীপুর থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি । কিন্তু গজনীপুর ও শ্রীপুরের মাঝামাঝি জায়গায় এলে কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাইক আটকায় । কেউ কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতকারীরা সনাতন ঘোষলে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । গুলির আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এদিকে এই ঘটনাকে ভোট পরবর্তী হিংসার তকমা দিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে ।।