এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ জুন : এবারের মোদী ৩:০ ক্যাবিনেটে একজন মুসলিমও স্থান পায়নি । এনিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে বামপন্থীরা । সিপিএমের মুখপত্র ‘দ্য ওয়্যার’-এর সিনিয়র এডিটর আরফা খানুম শেরওয়ানির একটা টুইট করে এনিয়ে রীতিমতো হাহুতাশ করেছেন । তিনি লিখেছেন,’২৯৩ জন সংসদ সদস্য, ৭২ জন মন্ত্রী। শূন্য মুসলিম । এভাবেই বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তার মুসলমানদেরকে নকশা থেকে বাদ দিয়ে দিয়েছে ।’ এদিকে একজন কথিত বামপন্থী সাংবাদিকের এই প্রকার পোস্টের পর কার্যত তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা ।
অ্যাডভোকেট অর্জুন চৌহান লিখেছেন,’মোদী ৩:০ -তে মুসলিম মন্ত্রী না থাকায় বামপন্থীরা কাঁদছে। রামপুরের মুসলমানদের আবাসন দেওয়া হয়েছে ৫২৩ টি । মুসলিম ভোট প্রদত্ত ২৩২২ । বিজেপি ভোট পেয়েছে শুন্য । আপনি যদি বিজেপিকে ভোট না দেন তাহলে প্রতিনিধিত্ব চাইবেন কেন?’
ওয়াজিদ খান লিখেছেন,’এনডিএ কোনো মুসলিম নেতাকে মন্ত্রী করেনি এই বিষয়ে বিধবাদের বিলাপ বন্ধ করা উচিত। আপনি যদি একজন মুসলিমকে এনডিএ সরকারে মন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে আপনারাই বলুন, মুসলিমরা এনডিএকে কতটি আসনে ভোট দিয়েছে? অথবা আপনি যদি একজন মুসলিম মন্ত্রীর বিধবার মত শোক প্রকাশ করেন, তাহলে এটাও বলুন যে আপনি কোন নেতাকে মুসলিম নেতৃত্বের নামে সমর্থন করেছিলেন? আপনি নিজের মুসলিম নেতৃত্ব তৈরি করতে পারবেন না, তাই আপনি শুধু এনডিএ-র নামে কাঁদছেন বা আপনার ২০/২৫/ সাংসদকে নির্বাচিত করে কিং মেকারের ভূমিকা পালন করছেন।’
শুধু তাইই নয়, ওই কথিত বামপন্থী সাংবাদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্টানে অভিনেতা শাহরুখ খানের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন । তিনি অনুষ্ঠানে অভনেতার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এমন কি বাধ্যবাধকতা ছিল?’ তার এই পোস্টের উত্তরে বিজেপি নেতা জীতেন্দ্র প্রতাপ সিং লিখেছেন,’নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে একজন মুসলমান এলে, দেখুন এই মানুষের পেটে কেমন মোচড় দিয়ে উঠল। আর এরাই বলছেন যে কেন মোদী মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রী নেই। আগে মুসলমানদের কাছে আবেদন করুন বিজেপিকে জিতিয়ে আনুন, তারপর আপনিও মন্ত্রী হবেন।’
প্রসঙ্গত,এবারের লোকসভা নির্বাচনে মুসলিম ভোটাররা এককাট্টা হয়ে ইন্ডি জোটের শরিকদলগুলিকে ভোট দিয়েছে । একই চিত্র দেখা গেছে গোটা দেশ জুড়ে । মুসলমি অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি কার্যত কোনো ভোটই পায়নি । শুধুমাত্র হিন্দু ভোটব্যাঙ্কের ভরসায় দেশের একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি । যদিও উত্তরপ্রদেশের যাদব সম্প্রদায় এবারে বিজেপিকে ভোট না দেওয়ায় অযোধ্যার মত নিশ্চিত আসনগুলিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে ।।