এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,০৯ জুন : কেরালাত একমাত্র বিজেপির সাংসদ সুরেশ গোপী ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছেন । আজ রবিবার সকালে খোদ নরেন্দ্র মোদী তাকে ফোন করে বিষয়টি স্পষ্ট করেন । সুরেশ গোপীও মোদী ৩.০ সরকারে ক্যাবিনেট-স্তরের মন্ত্রী হতে প্রস্তুত। পিএম মোদী এবং পরে অমিত শাহ দুজনেই সুরেশ গোপীকে ফোন করে দিল্লিতে ডাকেন। দিল্লি যাওয়ার আগে সুরেশ গোপী সংবাদ মাধ্যমকে বলেছেন,’আমি প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমি জানি না যে আমাকে কী পোস্ট দেওয়া হচ্ছে ।’
ত্রিশুর লোকসভা আসনে সুরেশ গোপী জয়ী হয়ে বিজেপি কেরালায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। দক্ষিণের একজন বর্ষীয়ান নেতা দিল্লিতে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে কেরালা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সুরেশ গোপীকে সামনে রেখে লড়াই করতে চান মোদী । দক্ষিণ থেকে অন্যান্য মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, যিনি শশী থারুরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনিও মোদী ৩.০ সরকারে থাকবেন বলে আশা করা হচ্ছে। তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। টিডিপিকে একটি মন্ত্রিসভা আসন এবং একটি প্রতিমন্ত্রী (MoS) পদ দেওয়া হয়েছে।।