এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,০৮ জুন : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ও কাটোয়ায় দুই পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ বাইক আরোহীর । মৃতদের নাম আনারুল শেখ (৪৫), গোপাল মেটে (৪২), ইয়াসিন শেখ (১৮) এবং শেখ হাসিবুল (২১)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি বীরভূম জেলার কীর্নাহারের নিমডা গ্রামে । চতুর্থজন মঙ্গলকোটের দুরমুট গ্রামের বাসিন্দা ।
জানা গেছে,কীর্নাহারের নিমডা গ্রামের বাসিন্দা আনারুল শেখের বাবা আবদুল হালিম রাজমিস্ত্রির কাজ করেন । তার অধীনে জোগাড়ের কাজ করতে আনারুল শেখ,গোপাল মেটে ও ইয়াসিন শেখ । আজ শনিবার সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ গ্রাম থেকে বাবার বাইকে চড়ে বাঁসাপাড়া এলাকায় একটি নির্মিয়মাণ বাড়িতে কাজ করতে আসছিলেন। তার পিছনে বসেছিলেন গোপাল মেটে ও ইয়াসিন শেখ । তারা বাদশাহী রোড ধরে কাছে বর্ধমান মুখে আসার সময় গন্নাসেরান্দির কাছে এলে বিপরীত দিক থেকে যাওয়া একটি ফাঁকা অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। তিনজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে । দুমড়ে মুচড়ে যায় বাইকটি । পুলিশ তাদের উদ্ধার করে কাঁদরা হাসপাতালে নিয়ে এলে আনারুল শেখ এবং গোপাল মেটেকে মৃত বলে ঘোষণা করেনচিকিৎসকরা । ইয়াসিনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার ।
অন্যদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কাটোয়ার শ্রীখন্ডের কাছে । দুরমুট গ্রামের বাসিন্দা হাসিবুল শেখ শুক্রবার সন্ধ্যায় শ্রীখন্ড থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । সেই সময় একটি অজানা গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জানা গেছে,হাসিবুল শেখ ভিনরাজ্যে কাজ করতেন। ইদে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। কোরবানির পর আবার কর্মক্ষেত্রে যাওয়ার কথা ছিল তার । কিন্তু তার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাকে ।।