এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জুন : ঝাঁ চকচকে কালো রঙের বলেরো গাড়ি চড়ে এসে মোটর যানবাহন পরিদর্শন (MVI) আধিকারিক পরিচয় দিয়ে পণ্য বোঝাই গাড়ি আটকে তোলাবাজি করছিল যুবক । খবর পেয়ে ওই ৪ যুবককে হাতেনাতে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল শুভঙ্কর মণ্ডল, কৃপাময় ঘোষ ওরফে রিন্টু, বিপ্লব সরকার এবং সুব্রত মণ্ডল । তার মধ্যে প্রথম জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতা থানার নিত্যানন্দপুর গ্রামে। দ্বিতীয় জন কেতুগ্রামের রসুই গ্রামের এবং বাকি দু’জন নাদনঘাট থানার মধ্য শ্রীরামপুর এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, কৃপাময় আগে কেতুগ্রাম থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন । কিন্তু সে একের পর এক মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ে । একারণে তাকে বছর তিনেক আগে বহিস্কার করে দেওয়া হয় । পুলিশ তাদের গাড়িটি আটক করেছে । পাশাপাশি ১০ টি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে শিরীষতলার কাছে ওই চার যুবক পণ্যবাহী গাড়ি আটকে তোলাবাজি করছিল । সেই সময় একটা পাথরবোঝাই ডাম্পারের চালকের সঙ্গে তাদের ঝামেলা বাধে । রাত প্রায় দেড়টা নাগাদ কাটোয়া থানায় খবর এলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটা দল । ডাম্পার চালক পুলিশকে জানায় যে ওই চার যুবক নিজেদের এমভিআই আধিকারিক পরিচয় দিয়ে তার কাছে টাকার দাবি করছিল । এরপর পুলিশ তাদের জেরা করে এবং পরিচয়পত্র দেখতে চায় । কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় চারজনকে থানায় নিয়ে আসে । শেষ পর্যন্ত পুলিশের জেরায় তারা নিজেদের অপরাধের কথা কবুল করে ।
পুলিশ জানিয়েছে,জেরায় চার যুবক কবুল করেছে যে তাদের পেশা হল মোটর যানবাহন পরিদর্শন আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি করা । পাথরবোঝাই ডাম্পারটি আটকানোর আগে তারা কাটোয়া সংলগ্ন অজয়নদের একটি বালিঘাটে গিয়ে হানা দিয়েছিল । কিন্তু তখন বালিঘাটের মালিক না থাকায় সুবিধা করতে পারেনি । এরপর তারা বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে সিপইদিঘির মোড়ের কাছে শিরীষতলায় এসে পণ্যবাহী গাড়ি আটকে তোলাবাজি শুরু করে । তারা পাথরবোঝাই একটা ডাম্পার আটকে চালকের কাছে কাগজপত্র দেখতে চায় ।কাগজপত্র দেখা হলে তারা টাকার দাবি করলে চালকের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয় । এদিকে অজয়নদের ওই বালিঘাটের মালিক সেখানে চলে আসেন এবং তিনিই কাটোয়া থানায় ফোন করে ঘটনার কথা জানান । আজ শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।।