এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি । ম্যাজিক ফিগার ২৭২ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির । যেকারণে এনডিএ-এর শরিক দলগুলির সমর্থন নিয়ে সরকার গড়তে হচ্ছে তাদের । ফলে দলের ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কতটা পূরণ করতে পারবে এবিয়ে সংশয় রয়ে গেছে । এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির তাবড় নেতাদের মনমেজাজ মোটেই ভালো নেই । কিন্তু এনডিএ-এর শরিক দল জেডি(ইউ) প্রধান নিতীশ কুমার সান্ত্বনা দিয়ে বলেছেন যে বিরোধীরা অতিরিক্ত যে আসনগুলি হেরেছে,পরের বারে সব হারবে। একথা শুনে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সমস্ত সাংসদ উচ্চশ্বরে হেসে ওঠেন । পাশাপাশি নিতীশ কুমার এই বলে আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তই নিন না কেন জেডিইউ সর্বদা তাঁকে সমর্থন জানাবে ।
১৮ তম লোকসভায় এনডিএ-এর সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে সমর্থন দেওয়ার সময় ভাষণে নিতীশ কুমার বলেন,’আমাদের পার্টি জনতা দল ইউনাইটেড, এনডিএর সংসদীয় দলের নেতা আদরনীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে ভারতের প্রধানমন্ত্রীর পদের জন্য সমর্থন দিচ্ছে । আজ খুবই খুশির দিন যে বিগত ১০ বছর ধরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন,উনি দেশের সেবা করে গেছেন । আমার পুরো বিশ্বাস যে যা কিছু বাকি আছে এবারে সব পূরণ করে দেবেন । আমরা সবাই সব দিন ওনার সঙ্গে থাকবো । আপনি যা করছেন সব ঠিক ই আছে ।’
এর পর ইন্ডি জোটের নাম না করে বলেন,’আর একটা শুনে রাখুন, পরের বার যখন আপনি আসবেন,কিছু এদিক-ওদিক যাচ্ছে হয়ে গেছে, কেউ কেউ জিতে গেছে, পরের বার সব হারবে । আমার পুরো ভরসা আছে৷’ একথা শোনার পর নরেন্দ্র মোদী জোরে হেসে ওঠেন । নিতিশ কুমার ফের বলেন, এরা ফালতু কথা বলে বলে কি করলো? এরা কোন কাজ করেছে ? ওরা এযাবৎ কোন কাজই করেনি । দেশের কোন সেবাই করেনি । আপনি এত সেবা করার পরেও যখন ফের সুযোগ পাওয়া গেল, এরপর ওদের আর বলার কোন মুখ থাকবে না । ওরা সবাই খতম হয়ে যাবে।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন,’আমার ইচ্ছা যে আপনি আজই প্রধানমন্ত্রীর পদে শপথ নিন । কিন্তু আপনি নেবেন না বলছেন । ঠিক আছে,যেদিন যখন খুশি আপনি শপথ নিন । আমরা পাশে আছি ।’।