এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুন : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুত্তক গ্রাম । দলের সঙ্গে দূরত্ব তৈরি করার অপরাধে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি শেখ ফরিদ আলির বাড়িতে বিজয় মিছিলের সময় হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে । হামলার প্রতিবাদ করায় শেখ নাসিরুদ্দিন নামে এক যুবককে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । এনিয়ে বেশ কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত যুবক ।
মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে । মূলত নিশানা করা হচ্ছে বিজেপির নেতা কর্মীদের । কিন্তু উলট পূরাণ দেখা গেল বুধবার বিকেলে ভাতারের কালুত্তক গ্রামে । দলের সঙ্গে দুরত্ব তৈরি করায় আক্রান্ত হতে হল এক তৃণমূল কর্মীকেই । শেখ ফরিদ আলি নামে ওই তৃণমূল কর্মীর কথায়,’আমাদের গ্রামের তৃণমূলের লোকজনদের সঙ্গে বনিবনা হচ্ছিল না । তাই রাজনীতি ছেড়ে দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি । এটাই আমার অপরাধ ।’ তার অভিযোগ,’বুধবার দুপুরে গ্রামে বিজয় মিছিল বের করেছিল তৃণমূলের লোকজন । মিছিলটি আমার বাড়ির কাছে এলে অনেক লোক হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে । বাড়ির ভিতরে নাগারে চকলেট বোমা ফাটায় । ভয়ে আমি বাড়ি ছেলে পালিয়ে যাই । পরে পুলিশ আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে ।’ তিনি জানান, প্রতিবেশী যুবক শেখ নাসিরুদ্দিন হামলার প্রতিবাদ করে । তার সেই অপরাধের জন্য বুধবার বিকেলে তৃণমূলের লোকজন ওকে হুমকি দিয়ে গিয়েছিল । আজ তাকে আটকে রেখে ব্যাপক মারধর করেছে ।।