প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুন : কয়েক দিনের প্রবল বর্ষণে জেরে ভয়াল রুপ নিল কুনুর নদী।নদী ছাপিয়ে জল ঢুকে পড়েছে পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার বিস্তির্ণ এলাকা ।কার্যত কুনুর নদীর জলেই এখন বানভাসি হয়ে পড়েছেন গুসকরাবাসী। এমনকি কুনুর নদীর জলে ডুবেছে গুসকরা শহরের সঙ্গে সংযোগকারী পাকা সেতুটিও । সেতুর উপর দিয়েই এখন প্রবল গতীতে ছুটছে নদীর জল । তারজেরে গুসকরা শহরের সঙ্গে গুসকরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ।এছাড়াও জল ঢুকেছে গুসকরা শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিহারীপটি ও ৩ নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকায়।এই বিবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে গুসকরাবাসীর জনজীবন।
গুসকরা শহরের বাসিন্দা সুপ্রকাশ ঠাকুর জানিয়েছেন ,কুনুর নদীর উপরে থাকা সেতুটি স্থানীয় উক্তা, পিচকুড়ি,পরশুরাম,কাঁটাটিকুড়ি সহ বেশ কিছু গ্রামের সঙ্গে মেলবন্ধনের একমাত্র সেতু ।সেই সেতু জলে ডুবে যাওয়ায় এখন দুর্ভোগে পড়েছেন সেতুর দুই পাড়ের বিস্তির্ণ এলাকার বাসিন্দারা । অপর বাসিন্দা রামদাস সাউ বলেন ,এলাকা জলপ্লাবিত হয়ে পড়ায় এবং সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন দুর্ভোগে নাকাল হতে হচ্ছে গুসকরার বাসিন্দাদের । আনেকটা পথ ঘুরে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। বৃষ্টিপাত বন্ধ না হলে নদীর জলস্তরও নামবে না ।তারপর কবে জলযন্ত্রনা থেকে মুক্তি মিলবে তা বুঝে উঠতে পারছেন না গুসকরার বাসিন্দারা।
এলাকার কৃষকরা জানিয়েছেন ,কুনুর নদীর জল নদী ছাপিয়ে আউশগ্রামের ধানের জমিতে ঢুকেছে । ওইসব জমিতে এখন আমন ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এলাকার চাষি বৈদ্যনাথ দাস বলেন , আউশগ্রামের কয়েকশো বিঘে জমি এখন জলের তলায়। এলাকার রাস্তা দিয়েও এখন কুনুর নদীর জলস্রোত বইছে । এই অবস্থায়
আউশগ্রামের চাষিরাও সমস্যায় পড়ে গিয়েছেন। থমকে গিয়েছে আমনের বীজতলা
তৈরির কাজও ।
এই অবস্থার মধ্যেই শুক্রবার থেকে ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে । তারফলে অজয় নদেও জল বাড়ছে । অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় দামোদর নদেও জল বাড়ছে। যদিও দামোদরের জল এখনও বিপদ সীমার অনেকটা নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় আপতত স্বস্তিতে দামোদর তীরবর্তী এলাকার বাসিন্দারা
গুসকরা পৌরসভায় প্রশাসক কুশল মুখোপাধ্যায় জানিয়েছেন ,“নিম্ন চাপের জরে গত পাঁচ দিন ধরে গোটা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই কারনেই কুনুর নদী ভরে গিয়ে জল নদী ছাপিয়ে পড়ায় পৌরসভা এলাকার বিভিণ্ন ওয়াড় কার্যত বানভাসী হয়ে পড়েছে । পাশাপাশি গুসকরা পৌর এলাকার দীর্ঘদিন ধরে ড্রেনেজ সমস্যা রয়ে থাকায় ১,২,৩ ও ৪ ওয়ার্ড জলপ্লাবিত হয়ে পড়েছে। ওইসব এলাকার যে সব কাঁচা বাড়ির বিপদজনক অবস্থা তৈরী হয়েছে সেইসব বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে । অন্য কাচা বাড়ির বাসিন্দাদের ত্রিপল পৌছে দেওয়া হয়েছে । পুরসভার পক্ষথেকে প্রয়োজনীয় অন্যসব ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে প্রশাসক কুশল মুখোপাধ্যায় জানিয়েছেন“। অন্যদিকে আউশগ্রাম ২ ব্লকের বিডিও গোপাল চট্টোপাধ্যায় জানিয়েছেন,“ আপার ক্যাচমেন্ট এলাকায় কয়েদিনের ভারি বৃষ্টিপাতের কারনে ও কুনুর নদীর জল নদী ছাপিয়ে যাওয়ায় বেশ কিছু এলাকার চাষের জমি জলমগ্ন হয়েছে । জলমগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওরার ব্যবস্থা হচ্ছে । পাশাপাশি ক্ষয় ক্ষতিও খতিয়ে দেখা হচ্ছে ।’।