এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জুন : হরিয়ানার গরুচোর গ্যাংয়ের এক পান্ডাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃত দুষ্কৃতীকে সওকত আলি নামে চিহ্নিত করেছে পুলিশ । সোমবার গভীর রাতে কাটোয়ার জাজিগ্রাম মোড়ের কাছে পুলিশ ওই দুষ্কৃতীকে পাকড়াও করেছে । আটক করা হয়েছে একটা একটি ৪০৭ পিক আপ ভ্যান । আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ওই দুষ্কৃতীকে পুলিশ হেফাজতে পাঠানো হয় । পুলিশ ধৃত দুষ্কৃতীকে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে হরিয়ানার ওই গরু চোর গ্যাংটি নদিয়া, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গৃহস্থের গোয়াল থেকে গরু খুলে নিয়ে পিক আপ ভ্যানে চাপিয়ে চম্পট দিত । তারপর মুর্শিদাবাদের বেলডাঙ্গা হাটে চুরি করা গরু বিক্রি করে দিত । তবে তাদের এই চক্রে এরাজ্যেরও কয়েকজন দুষ্কৃতী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ । পুলিশ ধৃতকে জেরা করে ওই চক্রের বাকিদের চিহ্নিত করার চেষ্টা করছে ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কয়েকটি গরু বোঝাই ওই পিক আপ ভ্যানটি কাটোয়ার এসটিকেকে রোডে সন্দেহজনকভাবে দাঁড় করানো ছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় । পুলিশকে দেখে পিক আপ ভ্যানটি কাটোয়ার দিকে পালানোর চেষ্টা করে । পুলিশ ভ্যানটির পিছু ধাওয়া করে । তখন জাজিগ্রাম মোড়ের কাছে রেললাইনের পাশ দিয়ে দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরেই আটকে যায় পিক আপ ভ্যানটি । এরপর গরু সহ গাড়িটি ফেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীদের দলটি । এদিকে তখন প্রচুর স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় সেখানে৷ বাকিরা পালাতে সক্ষম হলেও সওকত আলি নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা । শুরু হয় গনধোলাই । শেষে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে । আজ মঙ্গলবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় ।।