এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৫ জুন : নিজের পরিচালিত কন্নড় চলচ্চিত্র ‘অ্যাক্ট ১৯৭৮’-এর হিন্দিতে রিমেক করার প্রক্রিয়ায় রয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক মানসোরে । ‘অ্যাক্ট ১৯৭৮’ ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল । হিন্দি রিমেক চলতি বছর প্রেক্ষাগৃহে আসবে বলে মনে করা হচ্ছে । রিমেকের স্বত্ব কিনেছেন প্রযোজক নীরজ তিওয়ারি । ছবিটি একজন গর্ভবতী মহিলার গল্প অবলম্বনে রচিত । কিভাবে ওই মহিলা আমলাতান্ত্রিক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মূলত সেই কাহিনী বর্ণিত হয়েছে ‘অ্যাক্ট ১৯৭৮’ ছবিতে । চলচ্চিত্রটির কাহিনী এবং ভালো অভিনয়ের জন্য সমালোচকদের তারিফ কুড়িয়ে নিয়েছে । এখন সুনির্দিষ্ট সাংস্কৃতিক উপাদানগুলি অন্তর্ভুক্ত করে হিন্দিভাষী দর্শকদের সামনে তুলতে হিন্দি রিমেক করার বিষয়ে উদ্যোগী হয়েছেন পরিচালক ।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যজ্ঞ শেঠি, সঞ্চারী বিজয়, শ্রুতি, বি সুরেশ, প্রমোদ শেঠি, অচ্যুত কুমার এবং দত্তনা । পরিচালকের লক্ষ্য হিন্দি সংস্করণে একটি নতুন সৃজনশীল মাত্রা প্রদান করার সাথে সাথে মূল আখ্যানের সারাংশ সংরক্ষণ করা। প্রযোজক নীরজ তিওয়ারি বলেছেন, ‘আমরা প্রতিভাবান অভিনেতাদের সন্ধানে আছি যারা আমাদের গল্পের গভীরতাকে প্রামাণিকভাবে প্রকাশ করতে পারে, কারণ এতে একটি শক্তিশালী সামাজিক বার্তা রয়েছে ।’।