এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৫ জুন : সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মুসলিম ভোটকে এককাট্টা করা এবং সিপিএমের প্রার্থীর হিন্দু ভোট কেটে নেওয়ায় পশ্চিমবঙ্গে বিজেপির এই ভরাডুবির মূল কারন । ধর্মের ভিত্তিতে এরাজ্যে ভোটদানের হারের পরিসংখ্যান না পাওয়া গেলেও সিপিএমের ভোট কাটার প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার দুই আসন বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে । বর্ধমান পূর্ব আসনের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকারের কাছে ১,৬০,৫৭২ ভোটে পরাজিত হয়েছেন । যেখানে ইন্ডি জোটের পক্ষে সিপিএম প্রার্থী নীরব খান পেয়েছেন ১,৭৬,৮৯৯ ভোট । বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১,৩৭, ৯৮১ ভোটে পরাজিত হয়েছেন । এখানেও সিপিএমের সুকৃতি ঘোষালের প্রাপ্য ভোট ১,৫৩,৮২৯ । শুভেন্দুর দাবি অনুযায়ী,সিপিএমের ভোটব্যাঙ্ক মূলত তৃণমূল বিরোধী হিন্দু ভোটার । তাই সেই ভোট কেটে আদপে সিপিএম রাজ্যের শাসকদলে সুবিধা করে দিয়েছে বলে তাঁর অভিযোগ ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ধমান পূর্ব আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল হল :-
অসীম কুমার সরকার : রায়না ৭১,২৯৭, জামালপুর ৬৮,৯৩৮, কালনা ৮৪,২০৯, মেমারি ৭৩,৪৭৫, পূর্বস্থলী দক্ষিণ ৮১,২৯৪, পূর্বস্থলী উত্তর ৮৯,৩৭৪, কাটোয়ায় ৮৯,৩৫৬ ভোট মিলে মোট ৫,৫৯,৭৩০ ভোট পেয়েছেন ।
ইন্ডি জোট প্রার্থী নীরব খান পেয়েছেন রায়নায় ৩২,৪০৪,জামালপুর ২৬,৫৩৬, কালনা ২০,৮৪১, মেমারি ২৮,৮৭০, পূর্বস্থলী দক্ষিণ ২১,০২১, পূর্বস্থলী উত্তর ২৩,১১২ এবং কাটোয়া ২৩,৫৭৪ মিলে মোট ১,৭৬,৮৯৯ ভোট ।
সেখানে তৃণমূলের প্রার্থী ডঃ শর্মিলা সরকারের প্রাপ্য ভোট রায়নায় ১,১৪,৮৬২, জামালপুর ১,০৫,৩০৬, কালনা ৯৪,৩৬৮, মেমারি ১,০৬,৩০৬, পূর্বস্থলী দক্ষিণ ১,০২,৬৫৬, পূর্বস্থলী উত্তর : ৯২,৬১২ এবং কাটোয়ায় ১,০১,৭৭১ মিলে মোট ৭,২০,৩০২ ভোট ।
অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল হল :-
তৃণমূলের কীর্তি আজাদ বর্ধমান দক্ষিণে ৯২,৬৯২, মন্তেশ্বর ১,১৩,৪৩৮, বর্ধমান উত্তর ১,২৩,৩৬৮, ভাতাড় ১০,৯,৫০১, গলসি ১,০৭,২৫০, দুর্গাপুর পূর্ব ৮৫,৩৯০ এবং দুর্গাপুর পশ্চিমে ৮৫,৪৩০ ভোট মিলে মোট ৭,২০,৬৬৭ ৷
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছেন বর্ধমান দক্ষিণ থেকে ৮৫,৪০৪, মন্তেশ্বর ৬৭,৬৯৬, বর্ধমান উত্তর ৮২,১২৩, ভাতাড় ৭৭,০৮১, গলসি ৮৬,৪৯৬, দুর্গাপুর পূর্ব ৮৩,৬৯৭ এবং দুর্গাপুর পশ্চিম ৯৭,১১২ মিলে মোট ৫,৮২,৬৮৬ ভোট ।
সিপিএমের সুকৃতি ঘোষালের পক্ষে বর্ধমান দক্ষিণ থেলে ১৮,৩৪১, মন্তেশ্বর ২১,০৬০, বর্ধমান উত্তর ২৮,০৫১, ভাতাড় ২১,৫৩৯, গলসি ২৪,৬৬৯, দুর্গাপুর পূর্ব ১৮,১৪০ এবং দুর্গাপুর পশ্চিম ১৮,১৪০ ভোট পড়েছে । তার প্রাপ্য মোট ভোট হল ১,৫৩,৮২৯ ।।