এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ জুন : ঝাড়খন্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে দু’দফায় জল ছাড়ার পরেই অজয়নদের জলস্তর অনেকটাই বেড়েছে । এদিকে জলের চাপ বাড়তেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের ভেদিয়ার বুধরা গ্রামের কাছে নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে । ফলে ঘুম ছুটেছে এলাকাবাসীর । অবিলম্বে নদীবাঁধ মেরামতি না করলে গোটা এলাকা প্লাবিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
শুক্রবার ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে প্রথম দফায় ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয় । পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আশঙ্কা ছিল অজয়ের জলস্তর বিপদসীমা পৌঁছে যেতে পারে । সেই কারনে আউশগ্রাম ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অজয় সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার জন্য প্রচার চালিয়েছিল প্রশাসন । তবে জলস্তর বিপদ সীমার অনেকটাই নিচে আছে বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে শনিবার সকালের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে ।
কিন্তু এদিন দুপুর দু’টো নাগাদ শিকাটিয়া ব্যারেজ থেকে ফের ১৮ হাজার কিউসেক জল ছাড়া হলে অজয় নদের চেহারা ভয়ঙ্কর আকার ধারন করে । জলের চাপে এদিন বুধরা গ্রামের কাছে রেলসেতুর পাশে নদীবাঁধে বড়সড় ফাটলের সৃষ্টি হয় । তার ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।
আউশগ্রাম-২ বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিষয়টি শোনার পর নদীবাঁধের ওই অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ।’।