দিগন্তের ওই শেষ সীমানায় মনটা চলে ছুটে,
বাঁধনহারা মনের চাওয়া সব খুশি নিই লুটে।
খেয়াল বশে মন পরশের নীল সাগরে ভেসে,
নীলকান্তের ঢেউয়ের দোলায় দুলছে ভালোবেসে।
ব্যথার বাহন দুঃখগুলো সরাই দূরে-দূরে…
মন-কোটরে কষ্ট রাখি সান্ত্বনাতে মুড়ে।
ইচ্ছা বোঝাই ইচ্ছা তরী ভাসাই অগাধ জলে,
কিছু ইচ্ছা পার লাগে তো কিছু ভেসে চলে।
অনুর্বর এই জীবন ভূমি কঠিন ইঁটে ভরা,
মগজ-লাঙল, বুদ্ধি-সারে কাটবে ব্যাধি জরা।
ভিড়ের মাঝে ঘুরে-ঘুরে গোপন করি শোক,
মিথ্যা সুখের মাঝে একটা পূর্ণ সুখ হোক।
মন-সঞ্চয় শক্তিটুকু দুই জানুতে ঢেলে…
প্রতিশ্রুতির দীর্ঘ বাহু ঊর্ধ্বে দিই মেলে।
ভালোলাগার পরশগুলো মণি মালার মতো
কন্ঠে জড়াই, দূরে সরাই খারাপ লাগা যতো!