এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ জুন : নিজের বাসভবনের সামনে আক্রান্ত হল বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের গাড়ির চালক । হেনস্থা করা হল অভিনেত্রীকেও । ঘটনাটি ঘটেছে পয়লা জুন, শনিবার রাতে মুম্বাইয়ের খার থানার কার্টার রোডে রবিনা ট্যান্ডনের বাসভবনের কাছে । বান্দ্রার বাসিন্দা মহম্মদ নামে এক ব্যক্তি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন যে ঘটনার দিন তার মা,বোন আর ভাইঝি বিয়ের সম্বন্ধ করতে গিয়েছিল । ফেরার সময় রবিনা ট্যান্ডনের বাড়ির সামনে দিয়ে আসছিল । সেই সময় রবিনা ট্যান্ডনের গাড়ি তার মাকে ধাক্কা মারে৷ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিনেত্রী গাড়ির চালক বাইরে বেরিয়ে এসে তার ভাইঝিকে ব্যাপক মারধর করে৷ ইতিমধ্যে অভিনেত্রী গাড়ির বাইরে বেরিয়ে এসে তার মাকে মারধর করে । ওই ব্যক্তির দাবি যে মারধরে তার মা ও ভাইঝির মাথা ফেটে যায় ।
যদিও ঘটনার মুহুর্তের সিসিটিভি ফুটেজ ও মোবাইল ক্যামেরায় রেকর্ড করা একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে । যাতে অভিযোগকারী মহম্মদের মাকে অভিনেত্রীর গাড়ির ধাক্কা দেওয়ার কোনো প্রমান পাওয়া যায়নি । এমনকি ওই ব্যক্তির মা বা ভাইঝির মাথা থেকে রক্তক্ষরণ পর্যন্ত হয়নি । উলটে অভিনেত্রীর উপর একজন হিজাব পরা মহিলা ও কয়েকজন পুরুষকে আক্রমনাত্মক দেখা গেছে । অভিনেত্রীর উপর হামলাকারীদের “মার,মার” বলতেও শোনা গেছে । সেই সময় অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে বলতে শোনা যায়,”আমায় মারবেন না” ।
এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আইকগনিটো (Icognito) নামে এক ব্যবহারকারী হামলার মুহুর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন,’রাভিনা ট্যান্ডনের ড্রাইভারকে মুম্বাইয়ে একটি জনতা মারধর করেছে। হিজাব পরা এক মহিলার মুখে রক্ত নেই অথচ দাবি করা হচ্ছে যে রবিনার চালকের মারধরে তার নাক দিয়ে রক্ত পড়ছে ।রাভিনা ট্যান্ডন নত হননি এবং জনতার মুখোমুখি হন এবং তার ড্রাইভারকে সম্ভাব্য লিঞ্চিং থেকে বাঁচান। এটা স্পষ্টতই তার উপর স্বার্থান্বেষী হামলা।’
একই ভিডিওতে, মহম্মদ নামে ওই ব্যক্তি অভিযোগ করেছেন যে তারা অভিযোগ দায়ের করার চেষ্টা করার জন্য খার থানায় বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়েছে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনেনি । ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, পুলিশের ডেপুটি কমিশনার রাজ তিলক রৌশন (জোন ৯) বলেছেন,’বিষয়টি মিটমাট হয়ে গেছে । উভয় পক্ষই লিখিতভাবে আমাদের জানিয়েছে যে তারা একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায় না।’
যদিও বর্তমানে ভাইরাল ভিডিও পুলিশ বিস্তারিত যাচাই করেনি। চালক প্রকৃতপক্ষে মহিলাকে মারধর করেছে কিনা এবং কোনও হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তারা । রবিনা ট্যান্ডন এই ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি।।