এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৯ জুন : গরুর লেজ ধরে নদী পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার কাখড়তলা থানার বাবুইজোড় গ্রামে হিংলো নদীতে । শনিবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা গিয়ে নদীতে তল্লাশি চালিয়ে রামচন্দ্র গড়াই নামে ওই বৃদ্ধের দেহটি উদ্ধার করে । দেহটি এদিন ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।
বাবুইজোড় গ্রামের বাসিন্দা রামচন্দ্র গড়াই চাষবাসের সঙ্গে গো প্রতিপালনও করতেন । মৃতের ছেলে মদন গড়াই বলেন, ‘আমার বাবা প্রতিদিন সকালে হিংলো নদী পেরিয়ে গরু চরাতে যেতেন । শুক্রবারও মাঠে গরু নিয়ে গিয়েছিলেন । কিন্তু তিনি নদী পেড়িয়ে যাওয়ার বেশ কিছুক্ষন পরে হিংলো নদীতে আচমকা বান চলে আসে । এই দেখে বাবা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন । একটি গরুর লেজ ধরে সাঁতার কেটে উনি নদী পারাপার করছিলেন । কিন্তু মাঝ নদীতে আসতেই উনি জলের তোড়ে তলিয়ে যান ।’
জানা গেছে,খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাখড়তলা থানার পুলিশ । এরপর গ্রামবাসীদের সহায়তায় পুলিশ তল্লাশি শুরু করে । কিন্তু ওইদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে বৃদ্ধের কোনও হদিশ পাওয়া যায়নি । শেষে খবর পেয়ে এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা এসে তল্লাশি চালিয়ে বৃদ্ধের দেহটি উদ্ধার করে । স্থানীয়দের অনুমান,গরুর লেজ ধরে আসার সময় জলের তোড়ে কোনওভাবে বৃদ্ধের হাত ফসকে যায় । তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে ।।