এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে দুই দুষ্কৃতী গোষ্ঠীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । শনিবার রাতে কাটোয়া শহরের কেশিয়া মাঠপাড়া এলাকার এই সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে । আহতদের নাম সাহিদুল্লা শেখ, সাবির শেখ, নজাই শেখ, মহম্মদ ইসরাইল এবং বেলি বিবি । পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে নজাই শেখের বিরুদ্ধেও একাধিক গুরতর অভিযোগের মামলা রয়েছে ।
জানা গেছে,কেশিয়া মাঠপাড়া এলাকায় জঙ্গল শেখ ও কুমার শেখ নামে দুই দুষ্কৃতীর মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে । ২০১২ সালে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে । সেই সময় খুন হয় মাদক পাচার মামলার আসামি রহিম শেখ। মৃত রহিম হল কুমার শেখের দাদা । জঙ্গল গোষ্ঠীর বিরুদ্ধে রহিমকে খুনের অভিযোগ ওঠে । কুমার শেখের অনুগামী আহত নজাই শেখের কথায়, ‘ওই খুনের মামলায় আমি প্রধান স্বাক্ষী । সেই কারনে জঙ্গল শেখ আমাকে বারবার খুনের চেষ্টা করে আসছে ।’ যদিও রহিম শেখ হত্যাকান্ড মামলায় স্বাক্ষী হওয়া জন্যই শনিবার রাতের সংঘর্ষের কারন কিনা তা তিনি স্পষ্ট করেননি । অন্যদিকে জঙ্গল শেখ অনুগামী আহত মহম্মদ ইসরাইলের দাবি যে শনিবার রাতে নজাই শেখ ও সাবির শেখরা মিলে তার স্ত্রী বেলি বিবিকে মারধর করছিল। তিনি ছাড়াতে গেলে দু’জনকে বেদম মারধর করা হয় ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে মহম্মদ ইসরাইল ও নজাই শেখের পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে । কিছুক্ষণের মধ্যে সেখানে দু’পক্ষের আরও লোকজন জড়ো হয়ে গেলে তুমুল সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে জঙ্গল শেখ গোষ্ঠীর মহম্মদ ইসরাইল ও তার স্ত্রী বেলি বিবি জখম হয় । পাশাপাশি জখম হয় কুমার শেখের তিন অনুগামী সাহিদুল্লা শেখ, সাবির শেখ ও নজাই শেখ । আহতদের প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । আজ রবিবার তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।।