এইদিন ওয়েবডেস্ক,বহরমপুর(মুর্শিদাবাদ),০২ জুন : স্থানীয় এক সহযোগীকে সাথে নিয়ে দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশের পাঁচজনের একটি দুষ্কৃতী দল । পরিবারের লোকজনদের হাত পা বেঁধে নগদ ও সোনার গহনাসহ লক্ষাধিক টাকার সামগ্রী লুটপাট করে চম্পট দেয় ওই দুষ্কৃতী দলটি । শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামের ওই ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ডাকাত দলের সর্দার আজিজুল শেখসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ । আজ রবিবার ভোররাতে বহরমপুরের গোয়ালজন এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের পাকড়াও করে পুলিশ । ধৃতদের মধ্যে ৫ জন বাংলাদেশি । পরে ধৃত দুষ্কৃতীদের জেলা আদালতে তোলা হয় । পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে ।
শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন,’বাংলাদেশি দুষ্কৃতী দলটি বহরমপুরের একটা বাড়ি ভাড়া করে দুদিন ধরে ছিল । শুক্রবার রাতে ১২ টা থেকে ১২:৪০ নাগাদ জরুর গ্রামে একটা ডাকাতির ঘটনা ঘটে । বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায় ওই দুষ্কৃতী দলটি । তারপর তারা ৭-৮ ভরি সোনার গহনা ও কিছু নগদ টাকা লুট করে নিয়ে যায় । অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নেমে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ৫ জন বাংলাদেশী এবং একজন স্থানীয় ।’ পুলিশ সুপার জানিয়েছেন,ডাকাতি করা ৯০ শতাংশ সামগ্রী উদ্ধার করা হয়েছে । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডাকাতির সরঞ্জাম ।’ তিনি আরো জানান, দুষ্কৃতীদলটি ইতিমধ্যে আরও কোন অপরাধ করেছি কিনা তদন্ত করে দেখা হচ্ছে ।।