এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জুন : প্রায় অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ২০ টি আসনও পাবে না । ‘মোদী ঝড়ে’ কার্যত উধাও হয়ে যেতে দেখা যাচ্ছে ‘মমতা ম্যাজিক’ । আর এই ঝড় তুলতে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । লোকসভার নির্বাচনের সময় থেকেই দলে গুরুত্ব বেড়েছিল শুভেন্দুর । বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসার পর তার গুরুত্ব আরও বেড়ে গেছে । তারই প্রাথমিক আভাস পাওয়া গেল শনিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সময় বিজেপির রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্যের গলায় । শুভেন্দু অধিকারীর সামনেই তার ভূয়সী প্রশংসা করে সমীক ভট্টাচার্য বলেছিলেন,’শুভেন্দু অধিকারীর জ্বরে ও স্নায়ূ রোগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস ।’ পাশাপাশি তিনি এটাও শুনিয়ে দেন যে ২০২৬ সালে নয়, অচিরেই এরাজ্যেই বিধানসভার নির্বাচব হবে,তবে গনতান্ত্রিক উপায়ে ।
লোকসভার নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা জোরের সঙ্গে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ৩০ টি আসন জিতলে চলতি বছরেই এরাজ্যে বিধানসভার নির্বাচন হবে । শনিবার অন্তত ছ’টি বুথ ফেরত সমীক্ষায় সেই আভাসই দিয়েছে । বিজেপিকে যেখানে ২১ থেকে ২৭ টির মধ্যে আসন দেওয়া হয়েছে, অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা ১৩ তে পর্যন্ত নেমে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বিজেপিকে ২৬-৩১,তৃণমূলকে ১২-২৪ এবং ইন্ডি জোটকে ০-২ টি আসন দেওয়া হয়েছে । টুডেজ চানক্যর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২৪ ± ৫ টি আসন পেতে পারে । অন্যদিকে তৃণমূল ১৭ ± ৫ আসন এবং কংগ্রেস ১±১ আসন পেতে পারে । রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষা বলছে, ১৬-২০টি আসন তৃণমূলের ঝুলিতে যেতে পারে । রিপাবলিক টিভি-পি মার্ক তৃণমূলকে ২০টি আসন দেওয়া হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্সের এক্সিট পোল ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ১৯টি আসনে জিততে পারে তৃণমূল। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ১৬ থেকে ১৮টি আসন দেওয়া হয়েছে । বিজেপি দাবি করেছে যে তারা এরাজ্যে অন্তত ৩০ টি আসন জিতবে । অন্যদিকে তৃণমূলের দাবি মানুষ রাজ্যের উন্নয়নের পক্ষে ভোট দিয়ে তৃণমূলকে বিজয়ী করবে । কিন্তু বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায় তাদলে বিগত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল করতে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২নটি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২ টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ ।।