এইদিন ওয়েবডেস্ক,মালদহ,১৯ জুন : বাবা, মা,বোন, ঠাকুমাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । ঘটনাটি মালদহ জেলার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকার । শনিবার সকালে ঘরের মেঝে খুঁড়ে ওই চারজনের পচাগলা দেহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ । পুলিশ অভিযুক্ত যুবক আসিফ মহম্মদ (১৯)-কে গ্রেফতার করেছে । পাশাপাশি যুবকের ব্যবহৃত ল্যাপটপ,একাধিক স্মার্ট ফোন, সাউন্ড সিস্টেম, টিভি, সিসি ক্যামেরা সমেত বহু অত্যাধুনিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে পুলিশ । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ধৃত আসিফের বাবা জাওয়াদ আলি,ঠাকুমা আলেকজান খাতুন,মা ইরা বিবি ও বোন আরিফা খাতুন । আসিফের দাদা আরিফ (২১)কেও গ্রামের বাড়িতে বেশ কিছুদিন ধরে আসতে দেখা যায়নি । বাড়িতে একাই থাকত আসিফ ।
গ্রামবাসী মিঠুন শেখ বলেন, ‘আমরা মনে করেছিলাম আসিফের বাড়ির অনান্য সদস্যরা কলকাতায় কোনও জায়গায় থাকে । কিন্তু কিছুদিন আগে পুলিশ আসিফকে ধরে নিয়ে যায় । পরে ছেড়েও দেয় । দিন পনেরো আগে বাড়ি ফিরেছিল আসিফ । তারপর এদিন শুনি ওই যুবক তাঁর বাবা-মা-ঠাকুমা-বোনকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখে দিয়েছে ।’
পুলিশ সুত্রে জানা গেছে,আরিফ মহম্মদের অভিযোগের ভিত্তিতেই তাঁর ভাইকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । তাঁর অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চার জনকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে দেয় আসিফ । তাঁকেও খুন করার চেষ্টা করেছিল সে। কিন্তু কোনও ভাবে তিনি প্রাণ বাঁচাতে সক্ষম হন ।
গ্রামবাসীরা জানিয়েছেন, আসিফ মহম্মদ ছোট থেকেই কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করত না । সম্প্রতি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল । প্রতিবেশীদের কাউকে বাড়ি দিয়ে ঘেঁষতে দিত না । এমনকি বাবা-মাক বাড়িতে থাকুক এটাও পছন্দ করত না সে । অনলাইনে খাবার আসত । সারাক্ষণ বাড়িতেই কাটাত ওই যুবক । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,ওই যুবক মানসিকভাবে অসুস্থ । তার জেরেই পরিবারের সদস্যদের খুন করে থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।