এ কোন আগুনের চোখ !!
নির্নিমেষ এক চোখো দানবের মত তাকিয়ে ক্রূরতায়:
তার অতলে এক আগ্নেয় সাগর নিত্যদিন গর্জমান।
উথাল পাথাল অস্থিরতায় ক্রমাগত ছড়াচ্ছে দাবানল।
এক চোখো আগুনের নীলে পরিত্রাহী অর্ণিবান চিৎকার!
ভূভাগ সকল অস্তিত্ব বিদীর্ণ করে ক্রমিক আর্তনাদ করে।
ক্রমে জল স্থল ও আকাশ নতজানুতায় মিনতি জানায় !
তোমার প্রতাপ প্রদাহ প্রপীড়ন থেকে বিমুক্ত করো হে জগদ্বন্ধু! নিমজ্জন ও উজ্জীবন সবই তো তোমার কাছে!
এই আমি প্রণত সমর্পনে তোমার পদতলে রাখি অস্তিত্ব
এই তপ্ত আগুন গোলক, এই দগ্ধ আগুনের চোখ
অস্তিত্ব জুড়ে নারকীয় নর্তনের প্রমত্ত অসুখ তাড়াও।
একান্ত ইচ্ছা অনুগ্ৰহাধীন তোমার কেবল!
বাঁচাও অথবা নাশ করে দাও সৃষ্টি সকল।।