এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ জুন : ২১ দিনের মুক্ত জীবনের পর আজ ফের জেলে ঢুকতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । মদ কেলেঙ্কারি মামলায় কেজরিওয়াল আজ রবিবার,২ জুন তিহার জেলে ফিরে আসবেন কারণ সিটি কোর্ট শনিবার চিকিৎসার ভিত্তিতে অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে তার আদেশ সংরক্ষিত রেখেছে । জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের একদিন আগে, কেজরিওয়াল শনিবার সকালে নিজের বাসভবনে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক করেন। পরে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) ব্লকের বৈঠকে যোগ দেন।
দিল্লির মদ কেলেঙ্কারির সাথে যুক্ত অর্থ পাচারের মামলায় অন্তর্বর্তী জামিন চেয়ে কেজরিওয়ালের আবেদনের উপর সিটি কোর্ট শনিবার ৫ জুনের জন্য তার আদেশ সংরক্ষিত রেখেছে। আদালত পর্যবেক্ষণ করেছেন যে আবেদনটি চিকিৎসার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য ছিল এবং সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য নয়। এর আগে, সুপ্রিম কোর্ট বুধবার কেজরিওয়ালের আবেদনের জরুরি শুনানি প্রত্যাখ্যান করেছিল যাতে তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ সাত দিনের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য বাড়ানোর আবেদন জানানো হয়। কেজরিওয়াল দাবি করেছেন যে তার ওজন হ্রাস এবং অম্লের মাত্রা বেড়ে গেছে। যদিও ইডি আদালতকে জানিয়েছে, কেজরিওয়ালের ওজন কমার দাবি সত্য নয়,বরঞ্চ বেড়েছে ।
পাশাপাশি চিরাচরিত পদ্ধতি মানুষের আবেগকে উসকে দিতে জনগণকে জেলের মধ্যে তার কিছু ঘটলে বা প্রাণ হারালেও দুঃখ না করার জন্য বলেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন যে তিনি “স্বৈরাচার” থেকে দেশকে বাঁচাতে জেলে গিয়ে গর্বিত, বলেছেন তিনি জানেন না এবার তিনি কতদিন কারাগারের আড়ালে থাকবেন। তিনি দিল্লির জনগণকে তার বৃদ্ধ বাবা-মায়ের জন্য প্রার্থনা করারও আবেদন করেছেন।
এদিকে, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেভা বলেছেন যে মুখ্যমন্ত্রীর উচিত তার অসুস্থতার নাটক বন্ধ করা এবং আইনের প্রতি শ্রদ্ধা থাকলে জেলে ফিরে যাওয়া উচিত। কেজরিওয়ালকে সুস্থ অবস্থায় জামিন পাওয়ার পর প্রচার করা এবং এখন গুরুতর অসুস্থ বলে দাবি করা এবং চিকিৎসার ভিত্তিতে জামিন চাওয়াকে তিনি দুঃখজনক বলেন ।।